Madan Mitra: বেআইনি হলেও তো ছেলেরা চাকরি পেয়েছে? দুটো খেতে পারছে। এবার বেআইনি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র( Madan Mitra)। চাকরি যেভাবেই হোক টাকা দিয়ে বা অসদুপায় অবলম্বন করে। মানুষ তো খেতে পারছে সেটাই অনেক।
ভিডিও বার্তায় চাকরি হারাদের পাশেই দাঁড়ালেন মদন। কথায় বলে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তারা দুজনেই সমান দোষী। কিন্তু মদনের গলায় একেবারে ভিন্ন সুর। একদিকে যখন চাকরি দুর্নীতি নিয়ে গোটা রাজ্য তোলপাড়। রাস্তায় চাকরির জন্য বসে রয়েছেন মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা। ঠিক সেই সময়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য মদন মিত্রের। এসব কি বলে উঠলেন তিনি।
চাকরি হারাদের পাশে মদন:
প্রসঙ্গত শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, পিএসসি থেকে পৌরসভা নিয়োগ দুর্নীতিতেও হয়েছে একের পর এক কারচুপি। সেসব ধরা পড়েছে তদন্তে। আতস কাঁচের তলায় রয়েছে দক্ষিণ দমদম পানিহাটি কামারহাটি পৌরসভা। কামারহাটি এলাকার মদনের এলাকা হিসেবেই পরিচিত। কামারহাটি বিধানসভার মধ্যে নাকি চাকরি নিয়ে ব্যাপক ঘোটেলা হয়েছে। আর এই গোটা ঘটনা সম্পর্কে জানেন বিধায়ক মদন মিত্র এমনটাই দাবি তদন্তকারীদের।
পৌরসভা দুর্নীতি:
অন্যদিকে এই ব্যাপারে মদন বলছেন আমি একজন বিধায়ক পৌরসভার ব্যাপারে কোনদিন নাক গলায়নি এটা আমার হস্তক্ষেপের বিষয় নয়। অর্থাৎ পৌরসভা নিয়োগ দুর্নীতির ব্যাপারে কিছুই জানেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে মদন বলছেন, বিধায়ক হলেও তিনি রাস্তাঘাট জমা নোংরা জল নিকাশি ব্যবস্থা ইত্যাদি খোঁজ রেখেছেন।
তবে পৌরসভায় নিয়োগ নিয়ে কিছুই জানেন না তিনি। একই সঙ্গে এদিন বেকারত্বের জ্বালা বুঝে যুবক সমাজের পাশে দাঁড়িয়ে মদন বলছেন কেউ যদি টাকা দিয়ে চাকরি পেয়ে দুটো খেতে পারে তাতে মন্দ কোথায়। তবে আর্থিক লেনদেন নিয়ে তার কাছে কেউ অভিযোগ জানাননি বলে সাফ জানান মদন।