Madan Mitra: সিনেমার নায়কের থেকে কোন অংশে কম নন তিনি। স্বয়ং মুখ্যমন্ত্রী তার নাম দিয়েছেন কালারফুল বয়। সর্বদা হাসি আড্ডা মজায় থাকতে ভালোবাসেন তিনি। রাজনীতির বাইরে তিনি আদ্যোপান্ত সাধারন মানুষ। কখনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন কখনো আবার লাইভে এসে গাইছেন ও লাভলী। এই কালারফুল বয় অর্থাৎ তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)মহিলা ফ্যান ফলোইং এর সংখ্যা কম নয়।
কে এই সুন্দরী:
এমনকি এর জেরে যথেষ্ট অতিষ্ঠ তার নিজের স্ত্রী বলে জানিয়েছেন তিনি। মদনের সঙ্গে সব সময় দেখা যায় এক সুন্দরী মহিলাকে। কখনো শাড়ি কখনো চুড়িদার কখনো আবার জিন্স টপ পড়ে তিনি অবতীর্ণ হন। কিন্তু মদনের সঙ্গে থাকা তার চেয়ে বয়সে প্রায় তিনগুণ ছোট এই মহিলা আসলে কে। তা জানবার আগ্রহ শেষ নেই। নিজেই অবশ্য তার পরিচয় গোপন রেখেছেন মদন মিত্র।
এই সুন্দরী আদতে কেউ না মদন মিত্রের ছোট বৌমা, মেঘনা মিত্র। তিনি আবার কামারহাটি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। শ্বশুর মশাইয়ের সূত্র ধরেই রাজনীতিতে আগমন তার। এরপরে নিজের পরিধি যথেষ্ট বৃদ্ধি করেছেন তিনি। ছোট বৌমাকে বউমা নয় বরং মেয়ে হিসেবেই দেখেন মদন। বিধায়কের ছোট ছেলে শুভরূপের স্ত্রী মেঘনা।
Instagram থেকে facebook:
তবে তিনিও রাজনীতির বাইরে কম কালারফুল নন। নানান রকম স্টাইল এবং ফ্যাশনের পোশাকে দেখা যায় তাকে। দেখে মনে হবে যেন কোন নায়িকা তিনি। Instagram এ তার ফলোয়ার পঞ্চাশ হাজার। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে তার যোগাযোগ রয়েছে। হীরালাল মজুমদার কলেজে পড়তেন মেঘনা।
কলেজে পড়াকালীন ২০১৭ সালে বিয়ে হয়ে যায় তার। যদিও দুজনেই ভালোবেসে বিয়ে করেছেন। বিয়ের পর ছয় বছর পেরিয়ে গিয়েছে। এখনো একই রকম রয়েছে তার সৌন্দর্য। ব্যস্ততার মাঝেও , শশুর মশাইয়ের দেখানো পথেই নিজেকে ধরে রেখেছেন মেঘনা।
আরও পড়ুন: Kishore Kumar Birth Day: ‘অমর শিল্পী’ কিশোর কুমারের জন্মদিন, জানুন গায়কের জীবনের অজানা গল্প