Madhubani Goswami: প্রায় এক যুগ আগে ভালোবাসা ডট কম সিরিয়াল এখনো যেন মনে গেঁথে রয়েছে দর্শকদের। সিরিয়ালে জুটি বেঁধে বাস্তবেও জুটি বেঁধেছিলেন রাজা এবং মধুবনী (Madhubani Goswami)। ভালবাসা ডটকমের সেই জুটি আর ফেরেনি। যদিও কাজে ফিরেছেন অভিনেতা রাজা গোস্বামী। কিন্তু ফেরেননি মধুবনী। তবে এবার বড় খবর আবার পর্দায় ফিরতে চলেছেন মধুবনী।
ছোট পর্দায় মধুবনী:
ভালোবাসা ডটকমের ওম এবং তোরা জুটি আজীবন সিরিয়াল প্রেমীদের মনে থাকবে। তাদের একসাথে দেখার ইচ্ছে থাকলেও অন্য কোন ধারাবাহিককে তাদের দেখা যায়নি। তবে বাস্তব জীবনে তারা সংসার করেছেন। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন তারা। সেখানে তাদের ডেইলি লাইফ স্টাইল শেয়ার করেন। ছোট পর্দা থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন মধুবনী। তবে এবার তিনি ফিরতে চলেছেন। অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলেকে সময় দিতে হয় আর সেই কারণে নিজের কাজে মন দিতে পারেন না। তবে সিরিয়াল থেকে দূরে থাকলেও, তার রয়েছে বিউটি পার্লার। সেই বিউটি পার্লারে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী।
ক্যামিও রোল:
মাঝে অবশ্য একবার একটি সিরিয়ালে কেমিও চরিত্রে ফিরেছিলেন তিনি। কিন্তু ছোট পর্দায় কোন সিরিয়ালে ফিরছেন তিনি। জানা যাচ্ছে মধুবনী কামব্যাক করছেন দিদি নাম্বার ওয়ানে। রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে রবিবারের পর্বে আসছেন তিনি। তার সঙ্গে থাকবেন আরেক বিশেষ মানুষ। সেই মানুষটি আর কেউ নয় তার ছেলে কেশব।
সেখানে এসে ছেলেকে মানুষ করার এবং আরো অনেক অজানা কথা শেয়ার করবেন তিনি। গত কয়েকদিন আগেই নতুন ফ্ল্যাট কিনেছেন রাজা এবং মধুবনী। এমনকি, নিজেদের নামে গাড়িও কিনেছে। সব মিলিয়ে, কাজ থেকে দূরে থাকলেও চুটিয়ে সংসার করছেন রাজা এবং মধুবনী।
আরও পড়ুন: Today’s Gold Rate: সপ্তাহের শেষে আজ শনিবার বাজারে কেমন রয়েছে সোনা রুপোর মূল্য, চলুন জেনে নেওয়া যাক