Madhyamik Result Update: ইতিমধ্যে ঘোষিত হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সঙ্গে পর্ষদের তরফে প্রথম দশের তালিকাও প্রকাশ করা হয়েছে। চলতি বছর ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল মাধ্যমিক পরীক্ষা। এই বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল অনেক বেশি। সেইসঙ্গে এইবার পাশের হারও বৃদ্ধি পেয়েছে। এই বছর পাশের হার ৮৬.৩১ শতাংশ।
Madhyamik Result Update 2024:
পর্ষদের সভাপতির রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই বছর মাধ্যমিকের (Madhyamik Result Update) প্রথম দশে রয়েছেন ৫৭ জন পরীক্ষার্থী। বিভিন্ন জেলার কৃতি ছাত্রছাত্রী রয়েছে দশের মধ্যে। যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি জেলার ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন। এই বছর মাধ্যমিকে পাস করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। এই বছরের প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৯৩।
এই বছর পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং, এরপর রয়েছে পূর্ব মেদিনীপুর কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। এই বছর ৪৩ জনের পরীক্ষা বাতিল করা হয়েছিল এবং দুইজন পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়নি। প্রতিবছর পরীক্ষার ৯০ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ্যে এলেও এই বছর আসি দিনের মাথায় ফলাফল প্রকাশ্যে এসেছে (Madhyamik Result Update)।