Mamata Banerjee: ৯ই আগষ্ট আরজিকরে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের কান্ডের পর কেটে গেছে ৩২ টা দিন। এখনো বিচার অধরা। এর এই নক্কার জনক ঘটনার বিচার এবং এখনও আসল দোষীদের আড়াল করার বিভিন্ন তথ্য সামনে আসছে সূত্র মারফত, এই নিয়েই অগ্নিগর্ভ রাজ্য থেকে শহরতলী। আট থেকে আশি সব বয়সের মানুষ সঠিক বিচারের দাবিতে পথে নামছেন।
রাজ্য পুলিশের তদন্তে অসন্তুষ্ট জনতার বিক্ষোভে পড়ে তদন্ত ভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে মূল অভিযুক্ত সন্দ্বীপ ঘোষকে বরখাস্ত না করে একের পর এক নতুন দায়িত্ব দেওয়া নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর উপরেই ক্ষোভ জন্মায় মানুষের মনে। বিচারের দাবিতে লাল বাজারের সামনে বিক্ষোভে বসে আছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররাও।
রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠলেও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সরাসরি আলোচনায় বসতে চেয়েছেন রাজ্যের সাথে। একের পর এক দিন বাতিল হলেও আজ তৃতীয় দিন আলোচনা সভার জন্য স্থির হয়। আন্দোলনরত ডাক্তাররা আলোচনায় বসার আগে দুটি শর্ত রাখেন , যেখানে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আলোচনাটি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে এবং ৩০ জনের একটি কমিটির সাথে এই বৈঠক করতে হবে বলে জানায় তারা।
তবে সরাসরি সম্প্রচারের শর্তে অমত জানিয়ে পিছিয়ে আসে রাজ্য। আর এর পরেই মুখ্যমন্ত্রীর গলায় ফুটে ওঠে অভিমানের সুর যেখানে তিনি জানান মানুষকে ভুল পথে চালনা করা হচ্ছে সাধারণ মানুষ রং চিনতে ভুল করেছেন। এর জন্য ওনাকে অনেক অসম্মান করা হচ্ছে। তিনি দু ঘণ্টা অপেক্ষা করেছেন তবুও কেউ বৈঠকে আসেননি।
যেহেতু হাইকোর্টে বিচারাধীন মামলা তাই সরাসরি সম্প্রচারে মত দিতে পারছেনা রাজ্য। তবে আদালতের তরফে সময় পেরিয়ে যাওয়ায় রাজ্যের পদক্ষেপকে মেনে নেওয়ার কথা বলা হলেও মুখ্যমন্ত্রী জানান তিনি তেমন কিছুই করবেন না। তবে তিনি মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন। তিনিও চান মানুষ বিচার পাক নির্যাতিতা বিচার পাক।
আরও পড়ুন: Weather Forecast: সকাল থেকেই বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসতে চলেছে, সতর্কতা উপকূলে