Mashrafe Bin Mortaza: বাংলাদেশ এখন বদ্ধভূমি। বাংলাদেশের বঙ্গভবনের দখল নিয়েছে ছাত্রছাত্রীরা। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। অরাজকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশ এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ। এবার বাংলাদেশের এমপির বাড়ি জ্বালিয়ে দেওয়া হল।
জ্বলছে বাংলাদেশ:
প্রাক্তন ক্রিকেটার তথা বাংলাদেশ টিমের প্রাক্তন ক্যাপ্টেন মাশরাফি মুর্তাজার (Mashrafe Bin Mortaza) বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। অর্থাৎ হিংসার হাত থেকে রেহাই পেলেন না তিনিও। নড়াইল ২ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি সেখান থেকেই জয়লাভ করেছিলেন! আর সেই আন্দোলনের রেশ গিয়ে পড়েছে তার বাড়িতে! আওয়ামী লীগের নেতা তিনি, তার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছে!
প্রসঙ্গত আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দলের বহু নেতাদের বাড়ি এভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে! বাংলাদেশের সংবাদ সংস্থা প্রথম আলো সূত্রে এমনটাই জানা গিয়েছে! শেখ হাসিনা পদত্যাগ করবার পর থেকেই যেন আগুন আরও জ্বলে উঠে। এদিকে নড়াইলের সাধারণ মানুষ তখন মিষ্টিমুখ করতে ব্যস্ত হয়ে পড়েন।
পুড়ল ক্রিকেটারের বাড়ি:
মাশরাফি বিন মোর্তাজার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সংসদের হুইপ এবং নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোরতাজার বাড়িতে ভাঙচুর করা হয়। এরপরে তার বাড়িতে ধিকি ধিকি আগুন জ্বলে ওঠে। কাঠ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রসঙ্গত মাশরাফি বিন মোর্তজা দেশের হয়ে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নিজের ব্যুৎপত্তি দেখে সকলের মন জয় করেছিলেন তিনি। ভারতকে হারিয়েও বেশ কয়েকবার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অলরাউন্ডার হিসেবে খ্যাতি পেয়েছেন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট টিমকে এক উচ্চতার শিখরে পৌঁছে নিয়ে গিয়েছিলেন তিনি। তারপরেই তিনি রাজনীতিতে যোগদান করেন। নড়াইল আসন থেকে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন।