Mir Afsar Ali: আর জি কর ঘটনার প্রথম দিন থেকেই প্রতিবাদে সরব হয়েছিলেন অভিনেতা রেডিও জকি মীর আফসার আলী। মীরের স্ত্রী নিজেও একজন চিকিৎসক তাই চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন তিনিও। দিল্লিতে পড়তে গিয়েছে মেয়ে তাকে মাঝেমধ্যেই সাবধান করা হতো এটা কলকাতা নয়। সেই মেয়ে এখন প্রশ্ন তুলেছে কলকাতার অবস্থা নিয়ে।
নিশ্চুপ মীর। আর জি কর ঘটনায় মেরুদন্ড কিভাবে সোজা রাখতে হবে তা নিয়ে পাঠ দিয়েছেন মীর আফসার আলী। এই ঘটনার প্রতিবাদে কিভাবে গর্জে উঠতে হবে সেই দাবিও রেখেছেন তিনি। গত ১৪ই আগস্ট রাস্তায় বেরিয়ে ছিলেন তিনি রাত দখলের অভিযানে। বিচারের শেষ দেখে ছাড়বেন বলেও হুংকার দেন। আর শিক্ষক দিবসে এবার আরজিকর নিয়ে ইঙ্গিতবহ পোস্ট করলেন তিনি। সকলকে মানুষ হওয়ার বার্তা দিয়েছেন।
টিচার্স ডে নিয়ে বার্তা:
আর জি কর নিয়ে বরাবর রাজনৈতিক অবস্থানে না গিয়ে কেবলমাত্র মানুষ হিসেবে প্রশ্ন তুলেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় নতুন করে শিক্ষক দিবসের আবহে পোস্ট করলেন মীর। গপ্প মীরের ঠেক থেকে একটি ভিডিও পোস্ট শেয়ার করেছেন তিনি।। তার উপরে ক্যাপশনে লেখা কিছু লোকের শিক্ষা হওয়া দরকার নিচে লিখেছেন হ্যাপি টিচার্স ডে। তবে ঠিক তাদের শিক্ষা হওয়া দরকার বলে মন্তব্য করেছেন অভিনেতা।
তার পোস্টে নানান রকম কমেন্ট করেছেন বহু মানুষ। কেউ লিখেছেন অশিক্ষায় ভরে গিয়েছে শহর। আবার কেউ লিখেছেন যারা যত বেশি জানে তত কম মানে। অনেকে আবার রাজনীতির বিষয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। প্রসঙ্গত সরকারি হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে করছেন প্রতিবাদ।
মীর নামেন পথে:
শিল্পীরাও নেমেছেন প্রতিবাদের পথে। ৪ সেপ্টেম্বর রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নেমেছিলেন মীর নিজে। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী রুকমা রায়। জুনিয়র ডাক্তারদের পাশে থেকে বিচার চেয়েছেন মীর। কলকাতার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন। তার মাঝেই এবার শিক্ষক দিবসে ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন মীর। কোন অশিক্ষিতদের শিক্ষা হওয়া দরকার বলে মনে করলেন তিনি?