Viral Video: মায়ের তো কোন বিকল্প হয় না যেই হোক যেই রূপেই হোক তার সন্তানের নিরাপদ আশ্রয় সব সময় ভগবান সব জায়গায় থাকতে পারে না তাই হয়তো তারা মা বানিয়েছে। আর মা তার সন্তানকে সব দুঃখ আঘাত থেকে বাঁচিয়ে রাখে নিজের ছত্রছায়ায় সুরক্ষিত রাখে। তেমনই একমাত্র ভিডিও ভাইরাল হলেও ইন্টারনেটে।
ভিডিওটি Instagram এর একটি পেজ থেকে পোস্ট করা মাত্রই ইন্টারনেটের ভাইরাল হয় এবং সবার নজর কাড়ে। আপাতত ভিডিওটিতে ৩০ লক্ষেরও বেশি ভিউ এবং দু লক্ষের কাছাকাছি লাইক করেছে। তার সাথে একের পর এক দুর্দান্ত কমেন্ট।
গত ২২ জুন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেভিডিয়োতে দেখা যাচ্ছে সবুজ প্রান্তর। পিছনে পাহাড়। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রয়েছে একটি স্ত্রী হাতি। আর তার নিচে আশ্রয় নিয়েছে একটি বাচ্চা হাতি। এইভাবেই নিজের সন্তানকে বৃষ্টির হাত থেকে আড়াল করছেন মা হাতি।
মানুষ হোক বা অন্য যে কোন প্রাণী হোক মায়েরা কিন্তু একই হয় এবং তাদের মন তাদের সন্তানদের জন্য সবসময়ই নরম থাকে। আরো একবার তার প্রমান পাওয়া গেল ইন্টারনেটে বেড়ালি ভিডিওটি দেখে কিভাবে একটি ত্রি হাতী তার সন্তানকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে নিজের কোমল ছায়ায়, নিরাপদ ছায়া আশ্রয় দিয়েছে।
View this post on Instagram
ভিডিওটি দেখে অনেকেই ইমোশনাল হয়ে পড়েন এবং অনেক কমেন্ট মন্তব্য করেন। ওই যে কথায় বলে না, মা-রা তার সন্তানদের জন্য সবকিছু করতে পারে। নিজে আঘাত পেলেও সন্তানদের আঘাত পেতে দেয় না এটা আরো একবার প্রমাণিত। উক্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে মেই মেই অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়।
আরও পড়ুন: Madhubani Goswami: অবশেষে অপেক্ষার অবসান! ছোটপর্দায় আবারও আসছেন ‘ভালোবাসা ডট কম’ এর মধুবনী গোস্বামী