Ranveer-Deepika: গণেশ চতুর্থীর পরদিন বাড়িতে এসেছে লক্ষী। ছেলে হোক কিংবা মেয়ে তার নাম নাকি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তারকা বাবা-মা। মেয়ে আসার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দীপিকা এবং রণবীর। সদ্য মা হয়েছেন দীপিকা এখন রয়েছেন হাসপাতালে। তারকা দম্পতির মেয়ের প্রতিমুহূর্তের আপডেট পেতে একেবারে মুখিয়ে রয়েছেন তাদের ভক্তরা। গণেশের পায়ের আশীর্বাদ নিয়ে হাসপাতালের পথে পা বাড়িয়েছিলেন দীপিকা এবং রণবীর।
হাসপাতালে নায়িকা:
একেবারে প্রথম থেকেই স্ত্রীর সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছিলেন রণবীর। পিতৃত্বকালীন ছুটি পর্যন্ত নিয়েছেন তিনি। মেয়ে কিছুটা বড় হলেই আবার কাজে ফিরবেন বলে জানিয়েছেন অভিনেত্রী এবং অভিনেতা দুজনেই। হাসপাতালে রয়েছেন দীপিকা এবং রণবীরের জীবন্ত লক্ষ্মী। তাই তার দর্শন করতে হাসপাতালে ছুটে গেলেন ধন কুবের মুকেশ আম্বানি। তার সাথে ছিলেন তার স্ত্রী মুকেশ আম্বানি। সোমবার রাতে মুকেশ ছুটে যান হাসপাতালে। গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে এবং তার স্ত্রীকে। বলা বাহুল্য নতুন মানুষটিকে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাতেই তারা যে ছুটে গিয়েছেন।
২৮ সেপ্টেম্বর দীপিকার সন্তান জন্ম দিতে পারে এমনটাই ডেট দিয়েছিলেন চিকিৎসক। তবে গণপতির আশীর্বাদ নিয়ে হাসপাতালে পৌঁছে যাওয়ার পরেই ভক্তরা আশা করেছিলেন অনেক আগেই আসবে সুখবর। ৭ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন পাঠানের নায়িকা! আরো কিছুদিন হাসপাতালে কাটিয়ে তবেই বাড়ি ফিরবেন মা এবং মেয়ে! এদিকে হাসপাতালে যেতে দেখা গিয়েছে রণবীরের দিদি রিতিকাকে। তিনিও তার ভাইজিকে আশীর্বাদ করতে ছুটে গিয়েছেন দক্ষিণ মুম্বাইয়ের এই হাসপাতালে। প্রসঙ্গত এই হাসপাতালেই গর্ভাবস্থা কালীন চিকিৎসকের হেফাজতে ছিলেন অভিনেত্রী।
দীপিকার মেয়ের উপহার:
এদিকে রণবীর জানিয়েছেন এখনো পর্যন্ত মেয়ের নাম কি দেবেন তা সর্বসমক্ষে জানাননি। বাড়িতে ছিল গণেশ পূজো, গণপতির বিসর্জন দিয়ে এই বিলাসবহুল হাসপাতালে ছুটে যান মুকেশ এবং নিতা। তবে এই সদ্যজাতের জন্য কি উপহার নিয়েছেন মুকেশ নিতা তা জানা যায়নি এখনো। তবে অনেকেই বলছেন আম্বানি দম্পতি নাকি হীরের মুকুট নিয়ে গিয়েছেন ভারতবর্ষের সেরা শিল্পপতি।