Train Cancellation: ফের একাধিক ট্রেন বাতিল শিয়ালদা শাখায় মেরামতির কাজের জন্য শিয়ালদা শাখার এই ট্রেন গুলি বাতিল করা হয়েছে কিছু কিছু ট্রেনেরা যাত্রা পথ বদল করা হয়েছে আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল সূত্রে খবর অনুযায়ী লাইনের কাজের জন্য ফের শিয়ালদহ শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত ১২টার পর থেকে পরেরদিন সকাল ৬টা পর্যন্ত অনেক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাতে ও ভোরে কর্ড লাইনের ২ জোড়া বনগাঁ লোকাল, ৫ জোড়া ডানকুনি লোকাল, এক জোড়া করে বারাসত লোকাল, দত্তপুকুর লোকাল, হাসনাবাদ লোকাল বাতিল থাকবে। মেইন লাইনে নৈহাটি, বিবাদী বাগ লোকাল বাতিল থাকবে। রেলের রক্ষণাবেক্ষণের কাজের কারণে ডাউন শিয়ালদহ-পুরী ডাউন দুরন্ত এক্সপ্রেস শনিবার ৭টা ২৫ মিনিটের বদলে রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে। এছাড়া বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছে।
আসলে বিগত এক মাসে পরপর রেল দুর্ঘটনা হওয়ার কারণে বেশ ক্ষেপে রয়েছেন আমজনতা। যাত্রীদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তাই যাতে সাধারণ মানুষের কোন রকম অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে মেরামতির কাজ চলছে রাত দিন। আর লোকাল ট্রেনে করে তো প্রতিদিন কয়েক কোটি মানুষ যাতায়াত করছে।
আমাদের দেশে যাতায়াতের মাধ্যমে হিসেবে রেল পথকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রতিদিন কয়েকশো মানুষ এই রেলপথের মাধ্যমে যাতায়াত করছে তাই রেলপথ সুরক্ষিত রাখা ভারতীয় রেলের অন্যতম কর্তব্য। যাতে যাত্রীরা নিশ্চিন্তে তাদের গন্তব্যস্থলে সুরক্ষিতভাবে পৌঁছে যেতে পারে সেটা দেখার দায়িত্ব তাদের।
আরও পড়ুন: Liquor Price Hike: বিদেশি মদের সঙ্গে দাম বাড়ছে দেশী মদেরও; কবে থেকে কার্যকর হবে নতুন দাম?