ইতিহাস গড়লেন মোদি! ইন্দিরাকে পিছনে ফেলে দিলেন একটানা প্রধানমন্ত্রী হিসেবে

সাধারণভাবে বলতে গেলে, ভারতের প্রধানমন্ত্রী হলেন দেশের প্রজাতন্ত্রীয় সরকারের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান। তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণ, মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার মতো গুরুদায়িত্ব নিজের কাঁধে বহন করেন। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে জনগণের রায়ে ...

Updated on:

Narendra Modi

সাধারণভাবে বলতে গেলে, ভারতের প্রধানমন্ত্রী হলেন দেশের প্রজাতন্ত্রীয় সরকারের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান। তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণ, মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার মতো গুরুদায়িত্ব নিজের কাঁধে বহন করেন। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে জনগণের রায়ে মোট ১৪ জন প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার এক নতুন অধ্যায়ের সূচনা করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)—প্রধানমন্ত্রী হিসেবে এক অনন্য নজির গড়ে।

Narendra Modi
Narendra Modi

নয়া রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী!

বিজেপির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নেন জওহরলাল নেহরু। তিনি টানা ১৬ বছর ২৮৬ দিন এই পদে ছিলেন, যা আজও ভারতের প্রধানমন্ত্রীদের ইতিহাসে সর্বাধিক সময়ের রেকর্ড। তবে এবার সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একটানা দায়িত্ব সামলানোর দিক থেকে তিনি ছাড়িয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। যেখানে ইন্দিরা গান্ধী টানা ১১ বছর ৫৯ দিন দেশের নেতৃত্বে ছিলেন, সেখানে নরেন্দ্র মোদী গড়লেন ১১ বছর ৬০ দিনের নতুন রেকর্ড। এই নজির নিঃসন্দেহে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য মুহূর্ত।

মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর এবার প্রধানমন্ত্রী হিসেবেও গড়লেন নতুন রেকর্ড

জানা যাচ্ছে, নরেন্দ্র মোদীই (Narendra Modi) ভারতের ইতিহাসে প্রথম এবং একমাত্র অ-কংগ্রেসি নেতা, যিনি দু’টি পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রতিবারই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়েছেন। এই কারণেই তিনি একমাত্র অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী, যিনি লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন।

২০১৪ সালের ২৬ মে তিনি প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। যদিও তার আগেই, ২০০২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন দাঙ্গার ঘটনায় তার প্রশাসনের ভূমিকা নিয়ে দেশ-বিদেশে বিস্তর সমালোচনা হয়। তবে পরবর্তী সময়ে গুজরাতের আর্থিক উন্নয়ন ও শিল্পবান্ধব নীতির ফলে তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যথেষ্ট প্রশংসা পেয়েছিল। এসব মিলিয়ে নরেন্দ্র মোদীর রাজনৈতিক যাত্রা এক অনন্য নজির হয়ে উঠেছে।

এরপর ২০১৯ সালের ৩০ মে, রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর তৃতীয়বারের জন্য ২০২৪ সালের ২৫ জুলাই শপথ গ্রহণ করেন তিনি। সেই থেকে টানা দেশের শীর্ষ নেতৃত্বে রয়েছেন মোদি, দৃঢ় হাতে সামলাচ্ছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। শুধু দেশের শাসন নয়, নিজের দল বিজেপিকেও দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন তিনি। তিন-তিনবার নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন—এ এক বিরল কৃতিত্ব। প্রয়াত জওহরলাল নেহরুর পর তিনিই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি একই রাজনৈতিক দলের নেতা হিসেবে টানা তিনটি সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। এটি নিঃসন্দেহে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়।

অবশ্যই দেখবেন: রাজ্যে ফের দুর্যোগ, ৯ জেলায় কমলা সতর্কতা জারি! আগামী ৩ দিন ঝড়-বৃষ্টি চলবে, সমুদ্রে নিষেধাজ্ঞা জারি!

এই তালিকায় রয়েছেন আরও দুই প্রাক্তন প্রধানমন্ত্রীও

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে দীর্ঘ সময় দায়িত্বে থাকা শীর্ষ পাঁচ জনের তালিকায় রয়েছেন মনমোহন সিং এবং অটলবিহারী বাজপেয়ীও। মনমোহন সিং টানা ১০ বছর ৪ দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন, আর অটলবিহারী বাজপেয়ীর মেয়াদ ছিল ৬ বছর ৬৪ দিন। তুলনায় এখনকার সময়টা পুরোপুরি নরেন্দ্র মোদীর জয়জয়কার। টানা তিনবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হওয়া এবং দীর্ঘ সময় দেশ পরিচালনা—এই সব মিলিয়ে তিনি এখন এক অনন্য উচ্চতায়। তবে এমন ঐতিহাসিক রেকর্ড গড়ার মুহূর্তে দেশে নেই প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। গতকাল, বৃহস্পতিবার ভারতের সঙ্গে ইংল্যান্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই উপলক্ষেই তিনি বর্তমানে ব্রিটেনে সফরে রয়েছেন। সেখান থেকে আজ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি, আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করতে একের পর এক কূটনৈতিক দায়িত্ব সামলে চলেছেন।

অবশ্যই দেখবেন: শীঘ্রই দেশে চালু হচ্ছে বুলেট ট্রেন! সময় দিনক্ষণ সবকিছু জানিয়ে দিলেন ভারতীয় রেলমন্ত্রী!

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon