লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Puja Special Train List: যাত্রীদের জন্য সুখবর! পূজোর সময় একগুচ্ছ পূজা স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Puja Special Train List: পূর্ব রেল সবসময়ই নিজের যাত্রীদের আরামদায়ক এবং ভালো যাত্রা উপহার দিয়ে থাকেন তাই পুজোর মরশুমের আগামেই দুটি স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে যাত্রীরা খুব সহজেই এবং টিকিটের চিন্তা না করেই যাত্রা করতে পারেন নিজেদের কাছের মানুষ ও প্রিয়জনের কাছে। শিয়ালদহ থেকে জয়নগর এবং কলকাতা থেকে পাটনা যাওয়ার জন্য দুটি স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব রেলের কর্তৃপক্ষ। এই ট্রেন দুটির স্পেশাল বুকিং এর জন্য খুব শীঘ্রই পুজোর আগেই রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে বলে জানা গেছে।

স্পেশাল দুটি ট্রেনের সম্পর্কে বিশেষ তথ্য:

১) ০৩১৮৭ শিয়ালদহ – জয়নগর পূজা স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার শিয়ালদহ থেকে রাত ২৩:৫৫ টায় ছেড়ে পরের দিন দুপুর ১৪:২৫ টায় জয়নগর পৌঁছবে যা ০৫.১০.২০২৪ থেকে ৩০.১১.২০২৪ (৯টি ট্রিপ) পর্যন্ত চলবে। ০৩১৮৮ জয়নগর – শিয়ালদহ পূজা স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার বিকেল ১৫:২৫ টায় জয়নগর থেকে ছেড়ে পরের দিন ভোর ০৫:১৫ টায় শিয়ালদহ পৌঁছবে যা ০৬.১০.২০২৪ থেকে ০১.১২.২০২৪ (৯টি ট্রিপ) পর্যন্ত চলবে।

ট্রেনটি উভয় দিকেই বৰ্দ্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝা, কিউল, বারাুণী, সমস্তিপুর , দরভাঙ্গা, সাকরি এবং মধুবনী স্টেশনে থামবে । এই ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস ও শীততাপ নিয়ন্ত্রিত আসনের ব্যবস্থা থাকবে।

২) ০৩১৩৫ কলকাতা – পটনা পূজা স্পেশাল প্রতি মঙ্গলবার কলকাতা থেকে রাত ২৩:৫০টায় ছেড়ে পরের দিন সকাল ১০:২৫ টায় পটনা পৌঁছবে যা ০১.১০.২০২৪ থেকে ২৬.১১.২০২৪ (৯টি ট্রিপ) পর্যন্ত চলবে এবং ০৩১৩৬ পটনা – কলকাতা পূজা স্পেশাল প্রতি বুধবার দুপুর ১২:১৫ টায় পটনা থেকে ছেড়ে একই দিনে রাত ২৩:৫৫ টায় কলকাতা পৌঁছবে যা ০২.১০.২০২৪ থেকে ২৭.১১.২০২৪ (৯টি ট্রিপ) পর্যন্ত চলবে।

WhatsApp Group Join Now

ট্রেনটি উভয় দিকেই বৰ্দ্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝা, কিউল, মোকামো , বখতিয়ারপুর এবং পাটনা সাহেব স্টেশনে থামবে। এই ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস ও শীততাপ নিয়ন্ত্রিত আসনের ব্যবস্থা থাকবে।

পূর্ব রেল ০৩১৮৭/০৩১৮৮ শিয়ালদহ – জয়নগর –শিয়ালদহ এবং ০৩১৩৫/০৩১৩৬ কলকাতা – পটনা –কলকাতা পূজা স্পেশাল ট্রেইনি চালাবে যাতে ৩১,২০০টি বার্থ উৎপন্ন হবে এবং যাত্রীরা অনায়াসে নিজের কাছের মানুষের স্বার্থে উৎসবে মেতে উঠতে পারবেন।

আরও পড়ুন: Ration Card: কার্ড থাকা সত্ত্বেও ফ্রি রেশন থেকে বঞ্চিত হবেন! খাদ্য দফতরের ঘোষণায় বিপাকে সাধারণ মানুষ

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।