Neem Phooler Madhu: জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো নিম ফুলের মধু। দীর্ঘ দু’বছর ধরে ধারাবাহিকটি রমরমিয়ে চলছে টেলিভিশনের পর্দায়। টিআরপি তালিকাতেও প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করে। প্রথম তিনের মধ্যে সব সময় নিজেদের জায়গা তৈরি করে রেখেছিল নিম ফুলের মধু। সম্প্রতি ধারাবাহিকে টানটান উত্তেজনা পূর্ণ এপিসোড দেখানো হচ্ছে। সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও সামনে এসেছে।
নতুন প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে যে কৃষ্ণাকে হারানোর জন্য মৌমিতা এবং সুইটি পর্নাকে ঘর বন্দি করে রেখেছে। কিন্তু মৌমিতা এবং সুইটির সেই চালাকি ধরে ফেলেছে কৃষ্ণা। তাই বৌমাকে বাঁচানোর জন্য তড়িঘড়ি সব সত্যিটা জানার পরেই ছুটে আসে কৃষ্ণা। তখনই দেখে মৌমিতা আর সুইটি পর্ণাকে চেয়ারে বেঁধে রেখেছে। এসেই সে তাদের দুজনকে আচ্ছা করে শিক্ষা দেয়। এবং পর্ণাকে মুক্ত করে বন্দিদশা থেকে। এবার কোন দিকে ঘোরে গল্পের মোড় সেটাই দেখার। অবশেষে পর্ণা আর কৃষ্ণা সমস্ত বিভেদ ভুলে এক হয় কিনা সেটাই দেখার পালা এখন।
দীর্ঘ দু’বছর ধরে জি বাংলার পর্দায় প্রতিদিন রাত আটটায় দেখা যাচ্ছে নিম ফুলের মধু। ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাস। তাদের জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটাই জুটি বেঁধে রুবেল এবং পল্লবীর প্রথম কাজ। কিন্তু তাদের প্রথম কাজেই তারা দর্শকের প্রিয় জুটি হয়ে উঠেছে। এ
ছাড়াও ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে টেলিভিশনের পর্দার বিভিন্ন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। ধারাবাহিকের মাঝে গল্পের পরিবর্তন হয়েছে। মাঝে ধারাবাহিকের নায়িকা পর্নার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। সেই নিয়ে এখন গল্প এগোচ্ছে, কিভাবে তাড়াতাড়ি পর্ণার স্মৃতিশক্তি ফিরে আসে সেই চেষ্টাই করছে দত্ত বাড়ির প্রত্যেকে।