TRP List : বৃহস্পতিবার মানেই ধারাবাহিক প্রেমীদের জন্য একটি বিশেষ দিন। আসলে এই দিনে সাপ্তাহিক TRP তালিকা বের হয়। এই দিনেই জানা যায় কোন ধারাবাহিক কত রেটিং পয়েন্ট পেয়েছে। কোন ধারাবাহিক বেশি এগিয়ে রয়েছে। তবে চলতি সপ্তাহে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের কারণে TRP তালিকা বেরিয়েছে আজ শুক্রবার। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক TRP তালিকায় কোথায় রয়েছে।
চলতি সপ্তাহে আরও একবার টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে নিম ফুলের মধু। ৭.২ পয়েন্ট সহ সেরা হয়েছে সৃজন ও পর্ণা জুটির “নিম ফুলের মধু”। অন্যদিকে অল্পয়ের জন্য সেরা হওয়ার সুযোগ মিস করছে শ্বেতা ও রণজয়ের মেগা। সপ্তাহে ৭.১ পয়েন্ট পেয়েছে কোন গোপনে মন ভেসেছে। তারপর ৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে ফুলকি।
আর গত সপ্তাহে বেঙ্গল টপার হলেও সপ্তাহে ৬.৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার গীতা LLB। পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী পেয়েছে ৬.৮ পয়েন্ট। সাথে রয়েছে জলসার এক ধারাবাহিক কথা। ষষ্ঠ ও সপ্তম রয়েছে উড়ান ও শুভ বিবাহ, তাদের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৬.৩ ও ৫.৯।
সেরা দশের TRP তালিকা :
নিম ফুলের মধু – ৭.২
কোন গোপনে মন ভেসেছে – ৭.১
ফুলকি -৭.০
গীতা LLB – ৬.৯
কথা, জগদ্ধাত্রী – ৬.৮
উড়ান – ৬.৩
শুভ বিবাহ – ৫.৯
রোশনাই, ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.৮
মিঠিঝোরা – ৫.৭
অনুরাগের ছোঁয়া, হরগৌরি পাইস হোটেল – ৪.৬
জি বাংলায় শুরু হচ্ছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। এই সপ্তাহেই শুরু হয়েছে নতুন মেগা “অমর সঙ্গী”। যেখানে নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলিকে জুটি বাঁধতে দেখা যাবে। তবে এটি সম্প্রচারের সময় বড়ই অদ্ভুত দুপুর ২.৩০ থেকে দেখা যাবে মেগাটি। এছাড়াও আরও বেশ কিছু নতুন ধারাবাহিক শুরুর কথা রয়েছে।
আরও পড়ুন: Kolkata: আজ শুক্রবার বন্ধ থাকা সত্ত্বেও সমস্ত সরকারি কর্মচারীদের অফিসে আসতে হবে, নির্দেশ নবান্নের