লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Bank Holiday Timing: প্রতি সপ্তাহে ব্যাঙ্ক বন্ধ থাকবে দুদিন; শীঘ্রই আসতে চলেছে নয়া নিয়ম

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Holiday Timing: বর্তমান দিনে নিজের উপার্জনের টাকা সঞ্চয়ের জন্য প্রত্যেক মানুষই বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন। আর সেই কারণে ব্যাঙ্কের বিভিন্ন কাজের জন্য গ্রাহকদের ব্যাঙ্কের দ্বারস্থ হতে হয়। তাই ব্যাঙ্ক কবে বন্ধ ও খোলা থাকবে এই বিষয়ে বিশদ তথ্য না জানলে অসুবিধায় পড়তে হতে পারে গ্রাহকদের।

সম্প্রতি গ্রাহকদের জন্য এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। জানা যাচ্ছে, আগামী দিনে ব্যাঙ্ক খোলা থাকার দিনক্ষনে বদল হতে পারে। একইসঙ্গে ব্যাঙ্ক (Bank Holiday Timing) খোলা থাকায় সময়সীমাও বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

এমনিতেই ব্যাঙ্কের কর্মচারীদের ছুটির হিসেব অন্যান্য সকল সেক্টরের কর্মচারীদের তুলনায় ভিন্ন। সপ্তাহের প্রতি রবিবার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ বন্ধ থেকে অর্থাৎ, অতিরিক্ত ছুটি, জাতীয় ছুটি কিংবা স্থানীয় ছুটি বাদেও মাসে ৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে দীর্ঘদিন ব্যাঙ্ক কর্মচারীরা সপ্তাহে ২ দিন ছুটির আর্জি জানিয়ে আসছেন। তাঁদের দাবি, প্রতি সপ্তাহের শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখতে হবে। আর এইবার এই আর্জিতেই পড়তে পারে সিলমোহর।

জানুন, কবে থেকে সপ্তাহে দুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?

বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে কিছুদিন আগে ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে ২ দিন ছুটির দাবিতে সিলমোহর দেওয়ার জন্য ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা হয়েছে। যদিও সরকারের তরফে এখনও এই সমঝোতায় মান্যতা দেওয়া হয়নি। তবে, ২০২৪ সালের শেষে সরকার এই বিষয়ে ঘোষণা করতে পারে এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ২০২৫ সালের শুরুর দিকে সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা রাখার নতুন নিয়ম চালু হতে পারে।

WhatsApp Group Join Now
পরিবর্তন হতে পারে ব্যাঙ্কিংয়ের সময়সীমা:

তবে সরকার ব্যাঙ্ক কর্মচারীদের এই দাবিতে মান্যতা দিয়ে সপ্তাহে ২ দিন ব্যাঙ্ক বন্ধের সিদ্ধান্ত নেয় তবে ব্যাঙ্কিংয়ের সময়সীমা বদলে যেতে পারে। সেক্ষেত্রে, সপ্তাহে যে ৫ দিন ব্যাঙ্ক খোলা থাকবে, সেই দিনগুলিতে অতিরিক্ত ৪০ মিনিট গ্রাহকদের পরিষেবা দিতে হবে ব্যাঙ্ক কর্মচারীদের অর্থাৎ বর্তমানে যেখানে বেশিরভাগ ব্যাঙ্ক সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পরিষেবা দিয়ে থাকে সেখানে সকাল ৯.৪৫-এ ব্যাঙ্ক খুলে যাবে এবং পরিষেবা পাওয়া যাবে বিকেল ৫.৩০ পর্যন্ত।

আরও পড়ুন: Srabanti Chatterjee: তিনবার বিয়ে, প্রেমজীবন নিয়ে বিতর্ক, আবার নতুন কি কোনো সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।