Electric Bill: বর্তমানে বিদ্যুৎ ছাড়া জীবন যাপন এক কথায় অসম্ভব সাধারণ মানুষ প্রত্যেকের বাড়িতেই লাইট এবং ফ্যান এই দুটি খুবই অত্যাবশ্যক ও প্রয়োজনীয় দুটি জিনিসই বিদ্যুৎচালিত। ইহারা পরিস্থিতিতে বিদ্যুৎ ছাড়া বেঁচে থাকা এক কথায় অসম্ভব।
বিশেষ করে গরম কালে, ফ্যান ছাড়া থাকা দুর্বিষহ আবার যাদের বাড়িতে এসি বা কুলার আছে, সেগুলির ব্যবহার তারা করে থাকেন তাতে বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া এলেও গরমের দাবদাহে মানুষ অপারক। এবারের বিদ্যুতের বিল সম্পর্কিত নতুন একটি আইন আসার আশঙ্কা রয়েছে। যেই আইন পাস হলেই বিদ্যুতের বিল হবে প্রায় আকাশ ছোঁয়া যে বিষয়ে সাধারণ মানুষকে ফেলতে পারে বিপাকে।
উত্তরপ্রদেশ রাজ্য বিদ্যুৎ গ্রাহক পরিষদ প্রস্তাবিত আইনের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। তাদের মতে, এই নতুন নিয়মের মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে সরকার। ইতিমধ্যেই গণশুনানিতে তুমুল বিরোধিতা দেখা গিয়েছে, যেখানে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনও হাজির ছিল।
নতুন আইনের অধীনে গ্রাহকদের বিদ্যুৎ (Electric Bill) চাহিদা মূল্যায়ন করতে হবে কমপক্ষে ১ বছর আগে, এবং বিদ্যুৎ কেনার জন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে চুক্তি করতে হবে। যদি চাহিদা পূর্বাভাস অনুযায়ী না বাড়ে, তাহলে পূর্ব নির্ধারিত হারে বিদ্যুৎ কিনতে হবে, যার ফলে গ্রাহকদের বিদ্যুৎ বিল আরও বাড়বে। এই নতুন নিয়মের ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ বহুগুণে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৪.৪১ লক্ষ মেগাওয়াট, কিন্তু চাহিদা মাত্র ২.২৭ লক্ষ মেগাওয়াট। এই পরিস্থিতিতে, সরকার একটি নতুন পরিকল্পনা করছে যা মূলত বেসরকারি সংস্থাগুলিকে সুবিধা প্রদান করবে। তবে যদি বিদ্যুতের বিলের দাম (Electric Bill) বাড়ে সেক্ষেত্রে বিপদে পড়বে দেশে সাধারণ জনগণ আকাশছোঁয়া বিল মেটাতে গিয়ে এক কথায় নাওয়া খাওয়া ছাড়তে হবে সাধারণ মানুষকে। এবার দেখার বিষয় এই আইন সত্যিই জনগণের সুবিধার্থে প্রয়োগ করা হবে কিনা!
আরও পড়ুন: New Rules: সিমকার্ড থেকে হেলমেট! ১লা সেপ্টেম্বর থেকে সব ক্ষেত্রে জারি একাধিক নতুন নিয়ম