Jio Recharge Plan: জুলাই মাসের শুরু হতেই রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে জিও (Jio)। আর একইসঙ্গে তার পথে হেঁটেছে এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতন টেলিকম সংস্থাগুলি। তবে ইউজারদের হারিয়ে ফেলছে জিও। ইউজাররা বিতস্রদ্ধ হয়ে অন্য সিমে পোর্ট করে ফেলছে তাদের নম্বর। এমনকি এই ঘটনায় কেন্দ্রের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি। ট্রাই এবং কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনভাবেই তারা রিচার্জের দাম কমাতে পারবেনা।
শুধু তাই নয় অন্যান্য দেশের থেকে অনেক কমে রিচার্জ পরিষেবা দিয়ে থাকে, ভারতের টেলিকম সংস্থাগুলি। এদিকে এভাবে গ্রাহক হারিয়ে ফেলে রীতিমতো নিঃস্ব হয়ে যাচ্ছে জিও। তাই মুকেশ আম্বানির সংস্থা নতুন নতুন কিছু প্ল্যান এনেছে। রিলায়েন্স জিও তাদের ইউজারদের জন্য একটি ওয়ান ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি সহ দারুন প্ল্যান এনেছে।
২৮ দিন কিংবা ৩০ দিনের প্ল্যান নয়, একেবারে পাওয়া যাবে ৩১ দিনের প্ল্যান ভ্যালিডিটি। যার ফলে এক মাসের জন্য চিন্তা মুক্ত হতে পারবেন গ্রাহকরা। আর এই এক মাসের প্ল্যানের দাম সবচেয়ে কম মাত্র ৩১৯ টাকা। যার মাধ্যমে পাওয়া যাবে প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট ডাটা!
আনলিমিটেড ৪জি সুবিধা তো মিলবে আর তার সাথে পাওয়া যাবে আনলিমিটেড কলিং! এখানেই শেষ নয় ১০০ টি ফ্রি এসএমএস পেয়ে যাবেন অন্যান্য প্ল্যানের মতন! প্রতিদিনের মতন কিছু বিশেষ সুবিধা পাওয়া যাবে যেমন জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবসক্রিপশন পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
প্রতি মাসে যদি এই প্ল্যান রিনিউ করতে পারেন তবে আরও ধামাকা পাবেন। প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনের রিনিউ করতে হবে এই প্ল্যান।।অর্থাৎ কেউ যদি ৩০ তারিখ রিচার্জ করেন তাকে ৩০ তারিখেই কার্যকর করতে হবে এই প্ল্যান। সব মিলিয়ে যেমন অর্থ সাশ্রয় করতে পারবেন তেমনভাবেই সাশ্রয় হবে সময়ের।
তাহলে আর দেরি কেন আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তবে এই প্ল্যাণের উপর ভরসা করতে পারেন সহজেই। এখানেই শেষ নয় জিও আরও আনতে চলেছে একাধিক আকর্ষণীয় প্ল্যান। যেগুলির মাধ্যমে সময় এবং টাকা দুটোই বাঁচাতে পারবেন।