লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jio Recharge Plan: স্বাধীনতা দিবস উপলক্ষে বাম্পার অফার jio-এর! বিলম্ব না করে আজই রিচার্জ করুন এবং পেয়ে জন এক্সট্রা ভ্যালিডিটি!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Recharge Plan: জুলাই মাসের শুরুতে দেশের বড় বড় টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির পর থেকে অনেক গ্রাহকই BSNL-এ নম্বর স্যুইচ করেছেন। যার কারণে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে একের পর এক আকর্ষণীয় প্ল্যান আনছে জিও। এইবার ১৫ই আগস্ট উপলক্ষে জিও তাদের একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে যার ভ্যালিডিটি ৩০ দিন।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) আদেশ টেলিকম অপারেটরদের তাদের গ্রাহকদের জন্য ৩০ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান আনতে হবে। যার ফলে রিলায়েন্স জিও ৩৫৫ টাকার “জিও ফ্রিডম প্ল্যান” চালু করেছে। বর্তমানে এই প্ল্যানটি Jio-র একটিমাত্র অফার যা গ্রাহকদের ৩০ দিনের বৈধতা প্রদান করবে।

জিও ফ্রিডম প্ল্যানের সুবিধা:

Jio-এর বিশেষ এই প্ল্যানে গ্রাহকরা 25GB হাই-স্পিড ডেটার পাশাপাশি সীমাহীন কল, প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা পাবেন।

অপর দিকে যে সকল গ্রাহকরা ভিন্ন প্ল্যানের বিকল্প খুঁজছেন তাদের জন্য, Jio তাদের 319 টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। যার বৈধতা এক “ক্যালেন্ডার-মাস”। যে তারিখে প্ল্যানটি রিচার্জ করবেন পরবর্তী মাসের একই তারিখের আগের দিন পর্যন্ত বৈধতা পাবেন গ্রাহকরা। উদাহরণস্বরূপ, ৫ই অগাস্ট রিচার্জ করলে বৈধতা থাকবে ৪ই সেপ্টেম্বর পর্যন্ত।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Today’s Gold Rate: ফের অগ্নিমূল্য সোনার দাম, কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।