Traffic Challan: ভারতবর্ষের সামগ্রিক বিকাশ দাঁড়িয়ে রয়েছে আইন ব্যবস্থার উপর। ব্রিটিশ শাসন থেকে ভারত বর্ষ মুক্ত হওয়ার পরেই গঠিত হয় ভারতীয় আইন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর নির্ভরশীল ভারতের এই আইন। ভারতের আইন প্রণেতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আয়ারল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের আইন দ্বারা অনুপ্রাণিত ভারতের এই সংবিধান। আর সংবিধান রক্ষার্থে ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে নানান আদালত। এর মধ্যে দেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট।
লোক আদালত:
এমনই আদালতের মতন একটি হলো লোক আদালত। তবে লোক আদালত কোন নির্দিষ্ট স্থানে অবস্থিত নয়। সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রান্তে অস্থায়ীভাবে স্থাপিত হয় এই লোক আদালত। যার উদ্দেশ্য হল সাধারণ মানুষকে দ্রুত বিচার পাইয়ে দেওয়া। যেকোনো আইনি সমস্যার দ্রুত নিষ্পত্তি করা। যারা ট্রাফিক নিয়ম ভাঙ্গার কারণে পেয়েছেন ট্রাফিক পুলিশের চালান তারা যেতেই পারেন লোক আদালতে।
মামলার নিষ্পত্তি:
আগামী ১৪ ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে বসেছে লোক আদালত। ট্রাফিক নিয়ম ভাঙ্গার কারণে অনেকেই মোটা টাকার জরিমানার মুখোমুখি হন। কেউ, দ্রুত গতিতে বাইক চালান আবার কেউ হেলমেট পড়েন না এছাড়া আরো বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হয়। এসব ক্ষেত্রে সরাসরি আদালতে গিয়ে মামলা করতে সময় এবং অর্থ লাগে অনেক বেশি। সেক্ষেত্রে সাধারণ মানুষ লোক আদালতের দ্বারস্থ হতে পারেন। যারা প্রায় ২৫ হাজার টাকার চালান পেয়েছেন তারাও এই লোক আদালতে যেতে পারেন। কোন কোন ক্ষেত্রে জরিমানা মুকুব করা হয়। কিন্তু এই আদালতে কিভাবে মামলা করবেন।
আবেদন:
এর জন্য ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনার কাছে চলে আসবে একটি টোকেন সেই টোকেনের ভিত্তিতে ১৪ই সেপ্টেম্বর মামলার শুনানি হবে। লোক আদালতের এই মামলার নিষ্পত্তি হয় ভীষণ তাড়াতাড়ি। অনেক ক্ষেত্রে মামলা করতে লাগে না এক পয়সাও। তাহলে আর দেরি কেন এই সুযোগ হাতছাড়া করবেন না।