New Rules: আর কয়েকটা দিনের অপেক্ষা এরপরই অক্টোবর মাস পড়বে। বাঙালির উৎসবের মাস। একে একে ভীর করে আসবে উৎসবের রোশনাই। তবে এরই মধ্যে অক্টোবরের শুরু থেকেই বদলে যাচ্ছে বিভিন্ন নিয়ম। যাঁর ফলে একটু হলেও টান পরতে পারে সাধারণের পকেটে। এলপিজি সিলিন্ডারের দামের কম বেশি যেমন হতে পারে তেমনি বিভিন্ন টাকা জমানোর স্কিমের নিয়মেও আসতে পারে বদল।
প্রতি মাসেই নতুন করে ধার্য হয় LPG গ্যাসের দাম। সেই নিয়ম অনুযায়ী নতুন LPG সিলিন্ডারের দাম ধার্য হতে চলেছে পয়লা অক্টোবর ভোর 6টা থেকে। গত মূল্য সংশোধনে বাণিজ্যিক 19 কেজি গ্যাসের সিলিন্ডারের মূল্য বাড়লেও 14 কেজি সিলিন্ডারের মূল্যের পরিবর্তন দেখা যায়নি। IOCL এর তরফে দিল্লি, মুম্বাই সহ কলকাতাতেও প্রায় 50 টাকা করে বৃদ্ধি পেয়েছিল এই 19কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে দীপাবলির আগে এই দাম কমতে চলেছে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।
পুরো ভারতবর্ষে মাসের প্রথমদিনে এলপিজি সিলিন্ডারের দামের পাশাপাশি তেল বিপণন সংস্থাগুলোর ATF এবং CNG – PNG গ্যাসের দামেরও সংশোধন হয়। যার নতুন দাম ধার্য হতে চলেছে আগামী পয়লা অক্টোবর ভোর ৬টা থেকে। এছাড়াও HDFC ব্যাঙ্কের কিছু ক্রেডিট কার্ডের লোয়ালটি প্রোগ্রামের নিয়ম কিছু পরিবর্তন করা হয়েছে। যেগুলিও আগামী অক্টোবরের এক তারিখ থেকে পুরো দেশ জুড়ে প্রযোজ্য হতে চলেছে।
এছাড়াও বদল আনা হতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনায়। এক্ষেত্রেও নতুন নিয়ম আনা হচ্ছে ১লা অক্টোবর থেকেই। সম্ভাব্য নিয়মে এবার থেকে শুধুমাত্র মেয়েদের আইনি অভিভাবকরাই সরাসরি একাউন্ট পরিচালনা করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো একাউন্ট তাঁর আইনি অভিভাবক ছাড়া অন্যকেউ খুলে থাকেন তবে অক্টোবরের এক তারিখের পর ওই একাউন্ট কন্যার আইনি অভিভাবকদের হাতে তুলে দিতে হবে। অন্যথায় ওই একাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।
আরোও বদল আসতে চলেছে PPF এর নিয়মেও। পোস্ট অফিসের পাবলিক প্রবিডেণ্ট ফান্ড প্রকল্পেও তিনটি বড় পরিবর্তন আনা হচ্ছে। এক্ষেত্রেও কার্যকরী হওয়ার সময় একই । গত ২১ শে আগষ্ট কেন্দ্রীয় অর্থ মন্ত্রক নতুন নিয়মের নির্দেশিকা জারি করেছে। এতে তিনটি বড়ো নিয়মের পরিবর্তন আনা হয়েছে। যার জন্য নিয়ম লঙ্ঘন হলে একাধিক একাউন্ট হোল্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোনো অপ্রাপ্তবযস্ক একাউন্ট খুলে ওই অনিয়মিত এক্টিভ একাউন্ট গুলিতে সেভিংস একাউন্টের হিসেবে সুদ দেওয়া হবে, তারপর হোল্ডার প্রাপ্তবয়ষ্ক হলে তবেই PPF এর সুদের হারে সুদ প্রদান করা হবে।
আরও পড়ুন: পুজো উপলক্ষে ডবল ধামাকার প্ল্যান অফার করছে BSNL! মাথায় হাত Airtel – Jio গ্রাহকদের