১ জুলাই থেকে তৎকাল টিকিটে নয়া নিয়ম! আধার-ওটিপি বাধ্যতামূলক, প্রথম ৩০ মিনিটে টিকিট কাটতে পারবেন না এজেন্টরা! জেনে নিন বিস্তারিত।

হঠাৎ করে কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে সাধারণ মানুষ যেটার ওপর সবচেয়ে বেশি ভরসা করেন, সেটি হল রেলের তৎকাল টিকিট (Tatkal Ticket)। অফিস থেকে ছুটি মিলেছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে বা জরুরি কোনও কাজে অন্য শহরে যেতে হবে—এই সব পরিস্থিতিতে একমাত্র ভরসা তৎকাল টিকিট বুকিং। কয়েক মিনিটেই টিকিট কনফার্ম, ...

Updated on:

১ জুলাই থেকে তৎকাল টিকিটে নয়া নিয়ম! আধার-ওটিপি বাধ্যতামূলক, প্রথম ৩০ মিনিটে টিকিট কাটতে পারবেন না এজেন্টরা! জেনে নিন বিস্তারিত।

হঠাৎ করে কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে সাধারণ মানুষ যেটার ওপর সবচেয়ে বেশি ভরসা করেন, সেটি হল রেলের তৎকাল টিকিট (Tatkal Ticket)। অফিস থেকে ছুটি মিলেছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে বা জরুরি কোনও কাজে অন্য শহরে যেতে হবে—এই সব পরিস্থিতিতে একমাত্র ভরসা তৎকাল টিকিট বুকিং। কয়েক মিনিটেই টিকিট কনফার্ম, তাই এর জনপ্রিয়তাও চোখে পড়ার মতো। কিন্তু এই সহজ প্রক্রিয়াতেই এবার আসছে বড়সড় বদল।

বর্তমানে অনেকেই রেলের অনলাইন পরিষেবার (Online Railway Service) উপর নির্ভর করেন। IRCTC-এর ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই টিকিট বুক করা যায়। কিন্তু সেই বুকিং প্রক্রিয়াতেই আসতে চলেছে নতুন বাধ্যবাধকতা। এখনই না জানলে সমস্যায় পড়তে পারেন। তাই আগেভাগেই জেনে নিন এই নতুন নিয়মের খুঁটিনাটি।

Read More: মাত্র ২৯ টাকায় AC লোকাল ট্রেন! শিয়ালদা-রাণাঘাট রুটের ভাড়ার তালিকা প্রকাশ

আধার ছাড়া তৎকাল টিকিট নয়, বাধ্যতামূলক যাচাই শুরু জুলাই থেকে (Mandatory Aadhaar Verification for Tatkal Booking)

রেলমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে রেলের তৎকাল টিকিট বুকিংয়ে (Tatkal Rail Ticket Booking) বাধ্যতামূলকভাবে আধার (Aadhaar) যুক্ত করা হবে ইউজারের প্রোফাইলে। শুধু তাই নয়, আধার নম্বর যুক্ত করলেই চলবে না, সেই নম্বর যাচাই (Aadhaar Verification) করানোও জরুরি হবে। আর এখানেই শেষ নয়। ১৫ জুলাই থেকে টিকিট কাটার সময় ওটিপি (OTP) যাচাইয়ের ব্যবস্থাও চালু করা হচ্ছে।

রেল এজেন্টদের উপর লাগাম, প্রথম ৩০ মিনিটে তৎকাল টিকিটে নিষেধাজ্ঞা(Railway Agents Restricted in Tatkal Booking)

যারা অনুমোদিত রেলওয়ে এজেন্ট (Authorized Railway Agents), তাঁরাও এই নতুন নিয়মের আওতায় পড়বেন। টিকিট দালালদের হাত থেকে সাধারণ যাত্রীদের রক্ষা করতেই রেল সিদ্ধান্ত নিয়েছে যে তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটে কোনও এজেন্ট টিকিট কাটতে পারবেন না। অর্থাৎ, এসি শ্রেণির (AC Class) ক্ষেত্রে সকাল ১০টা থেকে ১০টা ৩০ পর্যন্ত এবং নন-এসি শ্রেণির (Non-AC Class) ক্ষেত্রে সকাল ১১টা থেকে ১১টা ৩০ পর্যন্ত কোনও এজেন্ট বুকিং করতে পারবেন না।

Related: অটো আপগ্রেডেশন স্কিম ভারতীয় রেলে(Indian Railways) নতুন সুবিধা: স্লিপার ভাড়ায় এবার এসি কোচে ভ্রমণ!

অনলাইন-অফলাইন তৎকাল টিকিটে উভয় ক্ষেত্রেই আধার ও ওটিপি বাধ্যতামূলক(Online & Counter Booking Needs Aadhaar OTP Verification)

শুধু অনলাইন নয়, রেলের স্টেশন কাউন্টার (Railway Reservation Counter) বা অনুমোদিত এজেন্টদের মাধ্যমেও তৎকাল টিকিট বুক করতে গেলেও লাগবে আধার ও ওটিপি যাচাই। অর্থাৎ কম্পিউটারাইজড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমেও (Computerized Passenger Reservation System) ১৫ জুলাই থেকে এই নয়া নিয়ম কার্যকর করা হবে। এতে টিকিট কাটার প্রক্রিয়া যেমন আরও স্বচ্ছ হবে, তেমনই দালালচক্রের রমরমাও কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।

কীভাবে করবেন তৎকাল টিকিট বুকিং? রইল ধাপে ধাপে গাইড (Step-by-step Tatkal Ticket Booking Guide)

অনলাইনে তৎকাল টিকিট বুক করতে হলে প্রথমে IRCTC-এর ওয়েবসাইটে (https://www.irctc.co.in/nget/train-search) লগইন করতে হবে। এরপর স্টেশন, যাত্রার তারিখ ও ট্রেনের শ্রেণি সিলেক্ট করে ‘তৎকাল’ কোটা বেছে নিতে হবে। তারপর ‘Book Now’ বোতামে ক্লিক করে যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর, খাবারের পছন্দ ইত্যাদি জানিয়ে পেমেন্ট করতে হবে। আধার ও ওটিপি যাচাই সম্পন্ন হলেই বুকিং নিশ্চিত হবে এবং SMS মারফত কনফার্মেশন চলে আসবে।

রেলের দাবি, প্রথমদিকে কিছুটা সমস্যা হলেও এই সিদ্ধান্তে লাভবান হবেন সাধারণ যাত্রীরাই। স্বচ্ছ, দালাল মুক্ত এবং নিরাপদ টিকিট ব্যবস্থার দিকেই এগোচ্ছে ভারতীয় রেল।

Read More: দৈনিক ৫০ টাকায় ৩৫ লক্ষ! পোস্ট অফিসের বাম্পার ‘গ্রাম সুরক্ষা’ স্কিম(Gram Suraksha Yojana)

ac tatkal ticket booking time ac tatkal ticket timing can i cancel tatkal waiting ticket can tatkal ticket be cancelled can tatkal waiting ticket be cancelled can we cancel tatkal ticket can we cancel tatkal waiting ticket confirm tatkal ticket confirm tatkal ticket cancellation charges 2025 how many tatkal tickets are available in a train how many tickets can be booked in tatkal how to book tatkal ticket how to book tatkal ticket fast how to book tatkal ticket in irctc how to book tatkal ticket in irctc app how to book tatkal ticket in irctc app 2025 how to book tatkal ticket online how to book tatkal train ticket how to cancel tatkal ticket how to get confirm tatkal ticket how to get tatkal ticket how to make tatkal ticket if tatkal ticket is not confirmed then refund irctc tatkal ticket irctc tatkal ticket booking irctc tatkal ticket booking time is tatkal ticket confirmed is tatkal waiting ticket refundable online tatkal ticket timing premium tatkal ticket booking time premium tatkal ticket timing railway tatkal ticket booking time railway tatkal ticket timing refund on tatkal waiting ticket sleeper tatkal ticket booking time sleeper ticket tatkal timing tatkal ac ticket booking time tatkal ac ticket timing tatkal confirm ticket cancellation charges tatkal railway ticket tatkal railway ticket agent tatkal railway ticket agent near me tatkal ticket tatkal ticket agent near me tatkal ticket availability tatkal ticket booking tatkal ticket booking app tatkal ticket booking form tatkal ticket booking irctc tatkal ticket booking near me tatkal ticket booking online tatkal ticket booking rules tatkal ticket booking time tatkal ticket booking time 2025 tatkal ticket booking time for 3ac tatkal ticket booking time for ac tatkal ticket booking time online tatkal ticket booking time online for sleeper class tatkal ticket booking timing for sleeper class tatkal ticket cancellation tatkal ticket cancellation charges tatkal ticket cancellation charges 2025 tatkal ticket cancellation refund tatkal ticket cancellation refund amount tatkal ticket charges tatkal ticket form tatkal ticket means tatkal ticket opening time tatkal ticket price tatkal ticket price calculator tatkal ticket price sleeper tatkal ticket refund tatkal ticket rules tatkal ticket software tatkal ticket time for ac tatkal ticket timing tatkal ticket waiting cancellation charges tatkal train ticket tatkal train ticket booking tatkal train ticket booking mobile app tatkal train ticket booking time tatkal train ticket cancellation charges tatkal train ticket timing tatkal waiting list e ticket automatic cancellation refund tatkal waiting list ticket cancellation charges tatkal waiting list ticket cancellation rules tatkal waiting ticket cancel charge tatkal waiting ticket cancellation tatkal waiting ticket cancellation charges tatkal waiting ticket refund tomorrow tatkal ticket booking time train tatkal ticket cancellation charges waiting tatkal ticket cancellation charges what is tatkal ticket when can i book tatkal ticket when to book tatkal ticket when we can book tatkal ticket when will tatkal tickets open
WhatsApp Icon