New Rules: পুজো আর মাত্র কয়েকটা দিন প্রায় শেষ গত সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। এরমধ্যেই কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে যাক কার্যকর হবে পহেলা সেপ্টেম্বর থেকে মূলত প্রধান পাঁচটি নিয়মের আমল পরিবর্তন হতে চলেছে। এই পাঁচটি নিয়মের পরিবর্তন সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে।
১. এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের উপর পাওয়া রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রে লিমিট লাগানো হতে চলেছে। এবার বিল পেমেন্টের উপর সর্বাধিক ২০০০ রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হতে পারে। অন্যদিকে বিল পেমেন্টের ক্ষেত্রে পেমেন্টের তারিখ ১৫ তারিখ করা হতে পারে। পাশাপাশি রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করলেও অন্যান্য কার্ডের মত রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে।
২. অন্ধ্রপ্রদেশের উচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশাখাপত্তনমে সমস্ত মোটর বাইক আরোহী ও চালক দুজনকেই হেলমেট পরে রাস্তায় বেরোতে হবে। এই নিয়ম না মানলে ১০৩৫ টাকা জরিমানা দিতে হবে।
৩. প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে থাকে। গত কয়েক মাস ধরে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বদল না এলেও ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে বারবার বদল আসতে দেখা গিয়েছে। সেপ্টেম্বর মাসেও নতুন দাম ঘোষণা করা হবে।
৪. স্প্যাম কল আটকাতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ট্রাই নতুন নিয়ম জারি করতে চলেছে। নতুন নিয়মের বিষয়ে ইতিমধ্যেই ট্রাই দেশের টেলিকম সংস্থাগুলিকে চিঠি দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী স্প্যাম কলের জন্য পুরো দায় যাবে টেলিকম সংস্থাগুলির উপর। এমনকি এই ধরনের নির্দেশিকা অমান্য করলে লক্ষ লক্ষ টাকা করা হবে।
৫. সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে নতুন সুখবর। যা শোনা যাচ্ছে তাতে সেপ্টেম্বর মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
আরও পড়ুন: 6G in India: 5G পরিষেবা অতীত! এইবার 6G নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের; জানুন বিস্তারিত