লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Neem Phooler Madhu: বর্ষার মৃত্যুতেই হবে ইন্দ্রকুমারের পর্দাফাঁস! দোষীকে ধরতে জব্বর প্ল্যান পর্ণার; দেখুন ভিডিও

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Neem Phooler Madhu: পরপর বেশ কয়েকবার বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিয়েছে জি বাংলার নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। ধারাবাহিকের পর্ণা যেন একাই একশ। যেকোনো সমস্যার সমাধানে বাড়ির সকলের মুখে একটাই নাম। তবে সেই পর্ণা পড়েছে মহা বিপদে। তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে আদালতে। চক্রান্তের শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে সে। তাতেই হৃদয় বিগড়ে গিয়েছে দর্শকদের। কিন্তু আসলে ঠিক কি ঘটতে চলেছে তার সঙ্গে। আদৌ কি শেষ হয়ে যাবে সে।

এবার কি তবে আসবে নতুন টুইস্ট। অবশ্যই আসে নতুন ধামাকা তবে নায়িকার কিছুই হবে না। এই ধারাবাহিক বরাবর সমসাময়িক নানান চিন্তাধারা তুলে এনেছে। এবারেও তার ব্যতিক্রম নয়। একদিকে যখন গোটা রাজ্য জুড়ে এক নারী নির্যাতনের কাণ্ডে তোলপাড় হয়েছে। সেই মুহূর্তে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পর্না। তার ননদ অর্থাৎ বর্ষার সঙ্গে অবিচার করেছে ইন্দ্র কুমার। তার অসহায়তার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করা হয়েছে বর্ষার। আর এই ঘটনার যোগ্য জবাব দিতে উঠে পড়ে লেগেছে তার বৌদি।

যখন প্রতিমুহূর্তে এই ঘটনার পর বাড়িতে অবিচারের শিকার হচ্ছে বর্ষা ঠিক সেই সময় তার পাশে দাঁড়াতে অভিনব ফন্দি করেছে পর্না। তাই জন্যই মৃত্যুর অভিনয় করেছে ইন্দ্র কুমারকে উপযুক্ত শিক্ষা দেবার কথা ভাবছে। সত্যিই কি সে এই লড়াইতে জয়ী হবে। পর্না মারা গিয়েছে তার চারিদিকে সাজানো রয়েছে ফুল। সামনে বসে অনবরত কেঁদে চলেছে বর্ষা এবং সৃজন। কিন্তু নতুন টুইস্ট আসলে আর কি দেখা যাবে ধারাবাহিক এটা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরাও।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Today’s Horoscope: বুধবারে কোন রাশির অর্থলাভ হবে? ভাগ্যের চাকা ঘুরবে কোন কোন রাশির! চোখ রাখুন আজকের রাশিফলে

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।