DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Government Employees) পেতে পারেন আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA)। জুলাই 2024 থেকে কার্যকর হবে এই ঘোষণা। 3 শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hike) নিশ্চিত হলেও এটি 4 শতাংশেও বাড়তে পারে।
নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। এরপর সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা। যা জুলাই থেকে কার্যকর হবে। 2024 সালের মার্চ মাসে ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের 4 শতাংশ থেকে 50 শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। সরকারও ডিয়ারনেস রিলিফ (ডিআর) 4 শতাংশ বাড়িয়েছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে একটি মহলে জল্পনা চলছিল, বেসিক পে-র সঙ্গে ডিএ মিশিয়ে দেওয়া হবে। তবে ওই প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ডিএ ৫০%-এর অধিক হয়ে গেলেও এখনই এই পথে হাঁটবে না কেন্দ্র, বরং তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
অল-ইন্ডিয়া CPI-IW-এর 12 মাসিক গড় বৃদ্ধির শতাংশের ভিত্তিতে ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কেন্দ্রীয় সরকার প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই ভাতাগুলি সংশোধন করে। সেই ক্ষেত্রে সিদ্ধান্তটি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর/অক্টোবরে ঘোষণা করা হয়। 2006 সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর গণনা করার সূত্রটি সংশোধন করা হয়েছিলো ।
আর ও পড়ুন: Lakshmir Bhandar: কবে ঢুকবে আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার