Vande Bharat Express: দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। পুজোর আগে আবার নতুন বন্দে ভারত চালু করার সুখবর দেওয়া হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই জানা গিয়েছে এবার পুজোর আগেই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে। আর পূজার সময় মোটামুটি অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন, তাদের জন্য তো ভীষণই ভালো খবর এটি।
ইতিমধ্যেই সারাদেশে মোট ৫১ টি বন্দে ভারতে ট্রেন চালু হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যার মধ্যে ৬টি চলে পশ্চিমবঙ্গে। আর বাংলার প্রথম বন্দে ভারত ছিল হাওড়া – জলপাইগুড়ি। পরবর্তীকালে হাওড়া টু পুরি, হাওড়া টু পাটনা, হাওড়া টু রাঁচি, নিউ জলপাইগুড়ি টু গুয়াহাটি ও শেষে নিউ জলপাইগুড়ি থেকে পাটনা চালু হয়েছিল। এবার সেই তালিকায় জুড়ল ৭ নম্বর বন্দে ভারত এক্সপ্রেস।
জানা যাচ্ছে, মুজফফরপুর থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। আর এই রুটের বন্দে ভারত ট্রেনে চালু করার ঘোষণা হওয়ার পরেই বেজায় খুশি সাধারণ আমজনতা। অগাস্ট মাস থেকেই এই ট্রেনটি চালু হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। প্রায় ৪৫০ কিমির এই যাত্রাপথে আগে যেখানে ৯ ঘন্টা সময় লাগত। এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেস এর মাধ্যমে মাত্র ৬-৭ ঘন্টার মধ্যেই যাওয়া পৌঁছানো যাবে গন্তব্যে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ট্রেনের ভাড়া কত হতে চলেছে সপ্তাহে কোন কোন দিন এই ট্রেন চালু থাকবে সবকিছু।
নতুন ট্রেনের ঘোষণার পাশাপাশি ট্রেনের ভাড়াও জানানো হয়েছে। যদিও অফিসিয়াল আইআরসিটিসি ওয়েবসাইটে ট্রেনটি দেখা যাচ্ছে না তবে আশা করা হচ্ছে টিকিটের দাম ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে হতে পারে। এখনো অব্দি যা জানা গিয়েছে তাতে সপ্তাহে কদিন চলবে এই ট্রেন তা নিয়ে এখনো কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন উদ্বোধনের সময়ে সপ্তাহে কদিন চলবে এই ট্রেন সে সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।