Jisshu Nilanjana Divorce: মেয়ের সবচেয়ে খুশির দিনে পাশে থাকলেন কেবল মা ছিল না বাবা। অথচ গ্র্যাজুয়েশন সেরেমনিতে ধুমধাম করে সকলকে ডেকে এনে পাত পেরে খাইয়েছিলেন বাবা। সেই বাবার নাম জড়িয়েছে আপ্ত সহায়কের সঙ্গে।লাল পাড় শাড়ি পড়ে রেম্পে হাঁটলেন সৃজিতের উমা। পাশে ছিলেন মা এবং তার বোন জারা। কিন্তু বাবা ছিল না। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জন।
অবশেষে সেই সব জল্পনা ইতি পড়েছে। বর্তমানে মুম্বাই থেকে নিজের গলফ গার্ডেনের বাড়িতে থাকছেন যীশু (Jishu Sengupta)। অন্যদিকে দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন নীলাঞ্জনা( Nilanjana Sengupta)। বাবাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন সারা।
এমনকি এই কঠিন সময়ে মায়ের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। এদিকে নিজের বন্ধুদের মধ্যে নীলাঞ্জনা জানিয়েছেন দুই মেয়ে যদি পাশে না থাকতো তবে তিনি ভেসে যেতেন। যীশু যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম কথা বলেননি। বন্ধুদের মধ্যে কেঁদে কেঁদে নীলাঞ্জনা জানিয়েছেন শিনাল যে এমনটা করবে ভাবতেই পারেননি। মেয়েদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে।
এদিকে এই ঘটনায় মেয়ের সংসার ভাঙ্গায় নিজেও ভেঙে পড়েছেন নীলাঞ্জনার বাবা। গত বছর মাকে হারিয়েছেন নীলাঞ্জনা। এদিকে এই অবস্থায় দিদির পাশে রয়েছেন তার বোন চন্দনা। এদিকে কানাঘুষ শোনা যায় পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় নাকি দুজনকে একসাথে বসিয়ে ব্যাপারটার মিটমাট করবার চেষ্টা করেছিলেন।
এমনকি দীর্ঘদিনের বন্ধু রুদ্রনীল ঘোষ তাদের একসাথে বসার কথাও বলেছিলেন। কিন্তু নীলাঞ্জনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সম্পর্ক আর জোড়া লাগবে না। এদিকে দ্বিতীয় সম্পর্কে নাকি বাবা হতে চলেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত, যদিও এই খবরের সত্যতা যাচাই করিনি আমরা।
আরও পড়ুন: Bangladesh Hilsa: ভারতে বন্ধ পদ্মার ইলিশ! কঠোর বার্তা নতুন বাংলাদেশি উপদেষ্টার