BSNL-TATA Partnership: কম খরচে রঙিন মোবাইল ফোনের ডিসপ্লে তার সঙ্গে CDMA-সুবিধা। কিন্তু টাটার সেই সংস্থা বন্ধ হয়ে যায় তার বদলে বাজার দখল করতে শুরু করে ভোডাফোন, এয়ারটেল এবং জিও। BSNL থাকলেও তার অবস্থাও যে খুব ভালো হয় না।
কিন্তু সাম্প্রতিক রিচার্ড এর মূল্য বাড়ায় অনেক মোবাইল ব্যবহারকারী BSNL-এর কানেকশন নিয়েছেন। যদিও সেক্ষেত্রে অনেকেরই অভিযোগ উঠেছে। কলড্রপ এবং কম নেটস্পিডের মতো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গ্রাহক দের।
কিন্তু এবার BSNL এর ব্যবহারকারীদের জন্য সুখবর দিতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা। BSNL এ প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রতন টাটার সংস্থা। মূলত ডেটা সেন্টার তৈরির কাজ করা হবে ওই টাকায়। এমন কি বাড়তে পারে ইন্টারনেট স্পিড।
এর ফলে যা যা সুবিধা হতে চলেছে তা হলো, দেশজুড়ে প্রায় এক হাজার গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এমনকি ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় 4G পরিষেবা শুরু করেছে BSNL।
টেকনোলজি বিশেষজ্ঞরা মনে করছেন, যে সব গ্রামে এখনও 4G পরিষেবা পৌঁছয়নি সেখানে টাটার এই বিনিয়োগের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর আগে গুজব ছড়িয়ে পড়েছিল যে BSNL-কে কিনে নেবে টাটা। যদিও সেই জল্পনা সঠিক নয়। টাটা শুধুমাত্র BSNL-এ বিনিয়োগ করছে।