Civic Volunteers Training: আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা পুলিশের সহকারি হিসেবে কাজ করলেও তাদের বিরুদ্ধে প্রায়দিনই নানারকম অভিযোগের আসতেই থাকে। অনেকেই সিভিক ভলেন্টিয়ারদের এক্তিয়ার নিয়ে নানান প্রশ্ন তোলেন। এমনকি সাধারণ মানুষের প্রতি সিভিক ভলেন্টিয়ারদের আচরণ নিয়ে ওঠে প্রশ্ন। রাজ্যের বহু মানুষ বারবার অভিযোগ তোলেন, সিভিক ভলেন্টিয়াররা যেন তাদের নিজেদের এসপি মনে করে থাকেন।
তাদের দুর্ব্যবহারের কারণেই বহু সময় এমন অভিযোগ করেন। সিভিক ভলেন্টিয়াররা পুলিশের সহকারী হিসেবে নিযুক্ত হলেও তাদের কাজের গণ্ডি সীমাবদ্ধ, কিন্তু অনেক সময় দেখা যায় কাজের গণ্ডি সীমাবদ্ধ হলেও সেই গন্ডি টপকে তাদের কাজ করতে দেখা যায়। আবার এমন অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যাদের কোনরকম প্রশিক্ষণ ছাড়াই নিযুক্ত করা হয়।
প্রশিক্ষণ ছাড়া নিযুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে অনেকেই আবার প্রশ্ন তুলতে থাকেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তাই এবার রাজ্য ও কলকাতা পুলিশ তাদের প্রশিক্ষণ দেবে। সিভিক ভলেন্টিয়ারদের ভদ্র এবং শৃংখল হওয়ার জন্য কলকাতা ও রাজ্য পুলিশ শৃঙ্খলার পাঠ দেবে বলেই জানা যাচ্ছে। ৪৫ দিনের এই প্রশিক্ষণ হবে বলেও জানা গিয়েছে।
যে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের শৃংখলার পাঠ দিয়ে জানানো হবে, কিভাবে আইন-শৃংখলার দায়িত্ব সামলাতে হয়, কি করা উচিত আর কি করা উচিত নয়, আইনের ধারায় কি কি বলা রয়েছে ইত্যাদি। মূলত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পর বারবার সিভিক ভলেন্টিয়ারদের দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে রাজ্যের বাসিন্দাদের।
৪৫ দিনের এই প্রশিক্ষণ শিবির আগামী বছর জানুয়ারি মাস থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে এমন বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। প্রশিক্ষণ ছাড়াই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে যে অভিযোগ বারবার তোলা হয় এবং সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার নিয়ে যে অভিযোগ উঠে আসে তা কিছুটা হলেও দূর হবে বলে আশা করা হচ্ছে এমন ট্রেনিংয়ের ফলে।
আরও পড়ুন: DA Hike: বাড়বে মহার্ঘ ভাতা! চাপে পড়তেই ১ মাস পর ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের; জানুন বিস্তারিত