Jio Recharge Plan: জুলাই মাসেই রিচার্জের দাম এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা। তার মধ্যে রয়েছে জিও (Jio)। প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে জিওর বিভিন্ন রিচার্জ প্ল্যান। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে সাধারণ ঘরের গ্রাহকরা পড়েছেন বিপদে। শুধুমাত্র ভারত নয়, পৃথিবীর নানান দেশ জিওর সাথে যুক্ত। জিওর গ্রাহক সংখ্যা কোটি কোটি। তার মধ্যেই এবার আন্তর্জাতিক গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছেন মুকেশ আম্বানির এই সংস্থা।
থাইল্যান্ডের জন্য:
কানাডা সৌদি আরব থাইল্যান্ড ইউরোপ এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জন্য এক নতুন প্ল্যান চালু করতে চলেছে জিও এর ফলে সেখানকার গ্রাহকরা হবেন উপকৃত। আনলিমিটেড কলিং আর সেই সঙ্গে প্রচুর পরিমাণ ডাটা পাবেন গ্রাহকরা। মন খুলে বাইরের দেশের বন্ধুদের সঙ্গেও কথা বলতে পারবেন তারা। বিশ্বের ৬০ টি দেশের জন্য এই প্ল্যান কার্যকর করা হয়েছে। এমনকি ফ্লাইটে বসেও যোগাযোগ করতে পারবেন বন্ধুর সঙ্গে তার জন্য রয়েছে ইনফ্লাইড সুবিধা। বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন প্রতিদিন। আপাতত কানাডার জন্য এই প্ল্যান চালু করা হয়েছে যার দাম ১৬৯১ টাকা। এতে ১০০ মিনিট করে কলিং এবং ৫০ টি মেসেজ সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
সৌদি আরবের জন্য:
আর ডাটার কথা শুনলে ঘুরে যাবে মাথা পাঁচ জিবি করে প্রতিদিন দেওয়া হবে ডেটা। এই প্লানের বৈধতা রয়েছে ১৪ দিন। ৩০ দিন প্ল্যান বিশিষ্ট জিওর অফার পাওয়া যাচ্ছে ২৮৮১ টাকায়। সেখানে থাকবে ১০০ টি এসএমএস সঙ্গে ১৫০ মিনিটের কলিং সুবিধা প্রতিদিন। ১৫৫১ টাকার বৈধতা যুক্ত একটি প্ল্যান রয়েছে। যার সময় সীমা ১৪ দিন এতে বিনামূল্যে ৬ জিবি ডাটা এবং ১০০ মিনিট কলিং ও এসএমএস সুবিধা পাবেন।
এরপরে রয়েছে জিও-র (Jio) ২৮৫১ টাকার প্ল্যান। যার বৈধতা রয়েছে ৩০ দিন এখানে ১৫০ মিনিটের সুবিধা পাওয়া যাবে। এখানে ১২gb ডেটা আর সঙ্গে ১০০ টি এসএমএস পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রিতে। তবে এই প্ল্যান চালু করা হয়েছে কেবলমাত্র থাইল্যান্ডের জন্য। দুবাইয়ের জন্য রয়েছে ১৫৯৮ টাকার প্ল্যান! যাতে ১৫০ মিনিট কলিং, ১০০ টি এসএমএস সুবিধা ফ্রি ইনকামিং মেসেজ এবং ৩ জিবি ডাটা মিলবে।
ইউরোপের জন্য:
এছাড়া রয়েছে জিওর (Jio) ২৯৯৮ টাকার রোমিং প্ল্যান যার বৈধতা ২১ দিন। এই প্ল্যানে ২৫০ মিনিট ইনকামিং ৭ জিবি ডাটা ১০০ টি আউটগোয়িং এসএমএস এবং আনলিমিটেড আউটগোয়িং এসএমএসের সুবিধা পাওয়া যায়। আবার সৌদি আরবের জন্য সবচেয়ে কমে মাত্র ৮৯১ টাকায় ৭ দিনের একটি প্ল্যান লঞ্চ করেছে জিও। ১০০ মিনিট কলিং, আনলিমিটেড ফ্রি ইনকামিং মেসেজ ১ জিবি ডাটা উপলব্ধ!
আবার ১২৯১ টাকার একটি জব্বর প্ল্যান রয়েছে যার সাহায্যে ১৪ দিনের জন্য ১০০ মিনিট কলিং, আনলিমিটেড ফ্রি ইনকামিং মেসেজিং এবং ৫০ টি আউটগোয়িং মেসেজ পাওয়া যাবে। এতে দেওয়া হচ্ছে ২ জিবি ডাটা। ইউরোপ মহাদেশের ৩২ টি দেশের জন্য নতুন রোমিং প্ল্যান চালু করা হয়েছে। ৩০ দিনের বৈধতা যুক্ত এই প্লেনের দাম ২৮৯৮ টাকা। এতে ১০০ মিনিট কলিং আনলিমিটেড ফ্রি মেসেজ এবং ৫gb ডেটা পাওয়া যাবে।