Jio Prepaid Plans: দিন কয়েক আগে? বিয়ে ছাড়লেন আনন্দ আম্বানি। অনন্ত অম্বানীর বিয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে মহা ধূমধাম করে দিয়েছেন রিয়ালেন্স কর্তা মুকেশ অম্বানী। বিয়ের খরচ নিয়েও চর্চা কম হয়নি। কিন্তু এই বিয়ের আগেই জিও অপ্রত্যাশিতভাবে বাড়িয়েছিল প্রিপেড প্ল্যানের খরচ। যা নিয়ে দেশের জিও গ্রাহকদের মধ্যে অসন্তোষও ছড়িয়েছিল অনেক।
ছেলের বিয়েতে বসিয়েছিল চাঁদের হাট! তাই কি রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছিল! প্রশ্ন জেগেছে জিও গ্রাহকদের বার বার! বিয়েতে গোটা বিশ্ব থেকে তারকারা হাজির ছিলেন অম্বানীদের বিয়েতে।এই বিয়ের খরচ নিয়ে কম চর্চা হয়নি।কিন্তু এই বিয়ের আগেই জিও বাড়িয়েছিল প্রিপেড প্ল্যানের খরচ। যা নিয়ে দেশের জিও গ্রাহকদের মধ্যে অনেক প্রশ্ন উঠেছিল।মহা সমারোহে ছেলের বিয়ে শেষ হতেই জিও গ্রাহকদের কিছুটা স্বস্তি দিলেন মুকেশ অম্বানী। সৌজন্যে রিলেয়েন্স জিওর একটি প্ল্যানে পরিবর্তন।
বিএসএনএল ধামাকা প্ল্যানান এনেছে বলে কি জিও টক্কর দিতে প্ল্যানের পরিবর্তন করছে! ৩৪৯ টাকার প্রিপেড প্ল্যানে পরিবর্তন এনেছে জিও। এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি ছিল। প্রত্যেক দিন আনলিমিটেড কল এবং এসএমএস-এর সুবিধা ছিল। সেই সঙ্গে রোজ ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট দেওয়া হত। সম্প্রতি জিও এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে, এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।
অন্যদিকে বিএসএনএল এর ১০৭ টাকার রিচার্জ প্ল্যানে আপনি মাত্র ১০৭টাকায় ৩জিবি ৪জি ডেটা সহ ২০০ মিনিট কলিং পাবেন। এছাড়াও, আপনি প্ল্যানে ৩৫দিনের জন্য। বিএসএনএল এর এই প্ল্যানটি বর্তমানে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন এর প্রায় সমস্ত কোম্পানির প্ল্যানকেই ছাপিয়ে গিয়েছে বিএসএনএল।
ভ্যালিডিটির সময়সীমা বাড়লেও ৩৪৯ টাকার প্ল্যানে বাকি সুবিধা একই রয়েছে। সেই সঙ্গে যে এলাকায় ৫জি পরিষেবা রয়েছে, এই রিচার্জের সুবিধা তারাই পাবেন। সমস্ত প্ল্যান রিচার্জ খরচ যখন চরমে উঠেছে, সেই পরিস্থিতিতে এই রিচার্জে কিছু বাড়তি সুবিধা দিল জিও। যায় সুবিধাই দিক এই দুর্মূল্যের বাজারে তাই বা কম কি গ্রাহকদের কাছে!
আরও পড়ুন: Sonakshi Sinha: বিয়ের এক মাসের মধ্যেই সুখবর! মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা?