লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

NPS Vatsalya Scheme: সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করতে ১০০০ টাকা দিয়ে আজই খুলুন পেনশন অ্যাকাউন্ট, নতুন স্কিম লঞ্চ করা হলো সরকারের তরফে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NPS Vatsalya Scheme: এবার পেনশন পাবেন শিশুরাও। শুধু বয়স্কদের জন্য নয়, এবার শিশুদের জন্য পেনশন স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। শুধু বয়স্ক না শিশুদের ভবিষ্যৎ হোক সুনিশ্চিত তা নিশ্চিত করার জন্যই এই পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এনপিএস বাৎসল্য স্কিম সূচনা করেছেন। যার ফলে আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবেন সহজেই।

কিভাবে এই সুবিধা উপভোগ করতে পারবেন আপনি। কেন্দ্রীয় বাজেটের পর বুধবার বাৎসল্য স্কিমের আনুষ্ঠানিক সূচনা করেন নির্মলা। সাধারণ এনপিএস একাউন্টর মতন টাকা রাখা যাবে এখানে। পোস্ট অফিসে গিয়েও নাম নথিভুক্ত করতে পারেন। এটি আসলে একটি ন্যাশনাল পেনশন স্কিম। যেটি সাধারণত নাবালক এবং নাবালিকাদের জন্য তৈরি করা হয়েছে।

নাবালক নাবালিকাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেন্দ্র এই নতুন প্রকল্প তৈরি করেছে। এখানে টাকা জমা রাখা যাবে ১৮ বছর বয়সের আগে পর্যন্ত। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে এটি সাধারণ এনপিএস একাউন্টে রূপান্তরিত হবে। এখানে টাকা রাখবার ন্যূনতম অংক হলো ১০০০ টাকা। প্রতিবছর ওই নির্দিষ্ট অ্যামাউন্ট এই টাকা জমা রাখতে পারবেন।

অল্প বয়স থেকেই আপনার সন্তানের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। তাছাড়া এটি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প যেখানে নিজের সময় মতন বিনিয়োগ করা যাবে। আয়কর আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী ছাড় পাওয়া যাবে। সরকারি প্রকল্প তাই এর বিশ্বাসযোগ্যতা অনেকটাই বেশি।

WhatsApp Group Join Now

এখানে একাউন্ট খোলার জন্য সন্তানের বয়স হতে হবে ১৮ বছরের নিচে আবেদনকারীকে অবশ্যই হতে হবে ভারতের নাগরিক। তবে যারা অনাবাসী ভারতীয় তারাও পেতে পারেন এর সুবিধা। এখানে বাৎসল্য স্কিমে সাধারণ পেনশন স্কিমের মতন বিনিয়োগ করতে পারবেন। আবার চাইলে স্টক ইকুইটিতে বিনিয়োগ করা যায়। তবে এটাই ঝুকি খানিকটা বেশি থাকে। কর্পোরেট বন্ড অনুযায়ী এখানে অল্প থেকে মাঝারি বিনিয়োগ করতে পারবেন।

আরও পড়ুন: Durga Puja 2024: পূর্বে দশমীতে ওড়ানো হতো নীলকন্ঠ পাখি! কিন্তু কেনই বা তা বন্ধ হলো? জানুন আসল কারণ

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।