Nusrat Jahan: আসছে হিন্দি বিগবসের নতুন সিজন। থাকছেন না অনীল কাপুর , এই সিজনে সঞ্চালক হিসেবে আবারও দেখা মিলবে সলমন খানেরই। নতুন এই সিজনে নাকি প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে টলিউডের অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan)। নুসরতকে নিয়ে বেশ কিছুদিন ধরেই এই চর্চা তুঙ্গে। অবশেষে অভিনেত্রী নিজেই জানালেন পুরো সত্যি টা।
গত বছরই বিগবসে যাওয়ার অফার পেয়েছিলেন নুসরত সঙ্গে অফার গিয়েছিল যশ দাশগুপ্তের কাছেও। যদিও কেউই সেই অফার গ্রহণ করেননি। এবারেও যে তিনি যাচ্ছেন না তা স্পষ্ট করেছেন নুসরত নিজেই। নুসরত না গেলেও এবারে বিগবসে থাকতে পারেন বেশ কিছু পরিচিত মুখ। এঁদের মধ্যে রয়েছেন, অর্জুন বিজলানি, মিস্টার ফাইজু, অভিষেক মালহান, শোয়েব ইব্দ্রাহিম, কাশিস কাপুর সহ আরো অনেক চেনা মুখ।
শুক্রবারই নুসরত জাহান তাঁর ইনস্টাগ্রামের পেজে একটি স্টোরি দিয়ে বলেন, “সবাইকে জানাতে চাই আমি বিগ বস ১৮-তে যাচ্ছি না। মিথ্যে রটেছে। আমাকে ভালবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।” অর্থাৎ নুসরত নিজেই জানালেন তিনি বিগ বস ১৮-তে যাচ্ছেন না। কিছুদিন আগেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিলেন যশ-নুসরত।
View this post on Instagram
নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ে চর্চাতে থাকেন বিশেষ করে নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে। এরপর নুসরতের প্রেগন্যান্ট হওয়ার খবরে বিতর্ক আরও বাড়ে। তাঁর ও যশ দাশগুপ্ত সম্পর্ক নিয়েও প্রবল চর্চা হয়। নুসরতের সন্তানের বাবা কে? এমন প্রশ্ন ওঠে। পরে অবশ্য ছেলে ঈশানের বাবা হিসেবে যশের নামই নথিভূক্ত করিয়েছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের যাবতীয় ঝড়-ঝঞ্ঝার মোকাবিলা করে নিজের শর্তে বাঁচাকেই প্রাধান্য দিয়েছেন নুসরত।
আরও পড়ুন: Challan: পেট্রোল পাম্পে এই ডকুমেন্ট ছাড়া গেলেই বিপদ, হতে পারে ১০ হাজার টাকার জরিমানা! জেনে নিন