OBC Certificate: আবারো নতুন তথ্য সামনে এলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে ২০১০ এর পর থেকে প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট (OBC Certificate) তৈরি করা হয়েছে তার সবকটাই বাতিল হবে করা হবে। বুধবার এই মামলার শুনানি শেষে এই রায়ই দিল কলকাতা হাইকোর্ট।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে বুধবার হাইকোর্টের এই মামলা নিয়ে শুনানির শেষ ঘোষণা করা হয়েছে। ২০১০ সালে দায়ের হয় প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট (OBC Certificate) ) বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। পাশাপাশি জানানো হয়েছে ২০১০ সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরিও বহাল থাকবে।
বুধবার শুনানির সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের সময় থেকে সমস্ত ওবিসি তালিকা বাতিল করা হবে। ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩’ অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে। তারপর সেই তালিকা বিধানসভায় পেশ করে নতুন করে অনুমোদন নিতে হবে। তারপরই সেই তালিকা চূড়ান্ত বলে গণ্য করা হবে। ২০১০-এর আগে ওবিসি শ্রেণিভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের।
উল্লেখ্য, ২০১১ সালে যখন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় আসে তারপরই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে দুর্নীতি করার অভিযোগ ওঠে। অনগ্রসর শ্রেণিভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। আর এই সমস্ত তালিকা তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় থাকাকালীন সময়ে।
আরও পড়ুন: Post Office: পোস্ট অফিসের এই স্কিমে ২ লাখ টাকা জমিয়ে পেয়ে যান ৪ লাখ টাকা; জানুন কীভাবে!
বুধবার সেই মামলায় উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পরে তৈরি হওয়া প্রায় ওবিসি তালিকা বাতিল করার নির্দেশ দেন। এর ফলে রাজ্যে শাসক দল নতুন করে বিপত্তিতে পড়ে। রাজ্যের শাসক দলে চূড়ান্ত হইচই পড়ে যায় এই ঘোষণার পর। ভোটের আগে একের পর এক মুখোশ খুলছে তৃণমূল কংগ্রেসের। যা নিয়ে জেরবার গোটা দল।