নারীশক্তির জয়গান! কর্নেল সোফিয়া ও উইং কমান্ডার ব্যোমিকার কাহিনী দেখলে গর্বে মাথা উঁচু হবে!

কলকাতা, 7 May, 2025: এই অপারেশনটি (Operation Sindoor) 22 এপ্রিল, পহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় নিহত 26 জন নিরীহ মানুষের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে এবং তা ছিল সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের স্পষ্ট ও কড়া জবাব।সন্ত্রাসের মেরুদণ্ড ভাঙতেই রাতভর অভিযান, নেতৃত্বে দুই সাহসিনী — কে এই দুই অফিসার? WhatsApp Group Join Now ...

Updated on:

Operation Sindoor

কলকাতা, 7 May, 2025: এই অপারেশনটি (Operation Sindoor) 22 এপ্রিল, পহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় নিহত 26 জন নিরীহ মানুষের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে এবং তা ছিল সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের স্পষ্ট ও কড়া জবাব।সন্ত্রাসের মেরুদণ্ড ভাঙতেই রাতভর অভিযান, নেতৃত্বে দুই সাহসিনী — কে এই দুই অফিসার?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কী ছিল অপারেশন সিঁদুর (Operation Sindoor)?

2025 সালের 7 মে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে নির্ভুল হামলা চালায়। এই অভিযানের নামকরণ করা হয় “অপারেশন সিঁদুর”, যা 22 এপ্রিল পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত 26 জন নিরীহ নাগরিকের স্মৃতিতে উৎসর্গ করা হয়। এই হামলায় নিহতদের মধ্যে অনেকেই সদ্য বিবাহিত হিন্দু পুরুষ ছিলেন, যা এই নামকরণের পেছনে একটি প্রতীকী অর্থ বহন করে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কে এই কর্নেল সোফিয়া কুরেশি?

কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর এক জন বিশিষ্ট আধিকারিক। 2016 সালে, তিনি “Exercise Force 18” নামক একটি সামরিক মহড়ায় 40 জন ভারতীয় সেনার নেতৃত্ব দেন। এই মহড়ায় বিভিন্ন দেশের 18টি শক্তিশালী যুদ্ধবিমান অংশ নিয়েছিল। এছাড়াও, তিনি জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসাবে কাজ করেছেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে ছয় বছর সেবা প্রদান করেছেন। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

2001 সালে পার্লামেন্ট হামলার পর পাঞ্জাব সীমান্তে ‘অপারেশন পরাক্রম’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং GOC-in-C কমেন্ডেশন কার্ডে ভূষিত হন। “অপারেশন সিঁদুর”(Operation Sindoor) সম্পর্কে হিন্দিতে বক্তব্য প্রদান করে তিনি জানান, এই হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংস করা এবং সন্ত্রাসের মেরুদণ্ড ভেঙে দেওয়া।

উইং কমান্ডার ব্যোমিকা সিংহের পরিচয় কী?

উইং কমান্ডার ভ্যোমিকা সিংহ ভারতীয় বিমান বাহিনীর একজন অভিজ্ঞ হেলিকপ্টার পাইলট। তিনি চেতক ও চিতা হেলিকপ্টার চালনায় দক্ষ এবং জম্মু ও কাশ্মীর, লাদাখ সহ সীমান্তবর্তী নানা অঞ্চলে তিনি সফলভাবে উদ্ধার অভিযান (Search & Rescue Operations), পর্যবেক্ষণ ও সেনা পরিবহন মিশনে অংশ নিয়েছেন।

স্কুলজীবনে তিনি ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এ যোগ দেন এবং পরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। 2019 সালের 18 ডিসেম্বর তিনি ভারতীয় বায়ুসেনার ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন লাভ করেন। “অপারেশন সিঁদুর” সম্পর্কে ইংরেজিতে বক্তব্য প্রদান করে তিনি জানান, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

অপারেশন সিঁদুর কেবল একটি কৌশলগত সামরিক পদক্ষেপ নয়—এটি ছিল ভারতের তরফ থেকে একটি স্পষ্ট বার্তা: সন্ত্রাসবাদের কোনো আশ্রয় থাকবে না, এবং প্রতিটি প্রাণহানির হিসেব নেওয়া হবে। কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভ্যোমিকা সিংহের নেতৃত্বে জাতির সামনে এই অভিযান উপস্থাপিত হওয়া প্রমাণ করে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নারীদের ভূমিকাও আজ সমানভাবে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। এই অভিযান একদিকে যেমন সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করল, তেমনি প্রতিরক্ষা বাহিনীতে নেতৃত্বের নতুন অধ্যায়ের সূচনাও করল।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।      

অবশ্যই দেখবেন: Operation Sindoor: অপারেশন সিন্দুর শুরু হল কবে? জানতেন মাত্র ৫ জন! ফাঁস হল গোপন তথ্য