লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Paayel Sarkar: অবশেষে বিয়ের পিঁড়িতে টলি অভিনেত্রী পায়েল সরকার, বিয়ে করেই দেশ ছাড়ছেন অভিনেত্রী

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Paayel Sarkar: বরাবরই সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ থাকে সাধারণ জনতার। তাদের ব্যক্তিগত জীবনে কি হচ্ছে, কি ঘটছে তা জানতে অনেকেই মুখিয়ে থাকেন। আবার অনেক সময় তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম গুলি সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু খবর লেখে যা আদৌ সত্যি নয়। সম্প্রতি তেমনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের নামে কিছু কথা শোনা যাচ্ছে। শুনে যাচ্ছে খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পায়েল। পাত্র নাকি আবার এনআরআই। টলিউডের এত হট নায়ক থাকতে শেষে এনআরআই এর সঙ্গে বিয়ে করছেন পায়েল (Paayel Sarkar)

এমনও শোনা যাচ্ছে বিয়ের পর নাকি টলিউড ছেড়ে এমনকি দেশ ছেড়েও বিদায় নিচ্ছেন অভিনেত্রী। তবে এই সমস্ত গল্প সবকিছুই মিথ্যে বলে দাবি করলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন এখন বিয়ের ইচ্ছেই নেই তার। এমনকি অনেক জায়গায় তিনি পড়েছেন তিনি নাকি লিভ ইন সম্পর্কে রয়েছেন। অথচ তিনি দুটোর একটাও করছেন না। যদি তার জীবনে কখনো কিছু হয় তাহলে সবটাই জানাবেন প্রত্যেকে। তিনি নিজে সময় মতো সবটাই সবাইকে জানাবেন। শুধু ধৈর্য রাখতে হবে।

অবশ্য এই ভুয়ো খবর রটার একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণটাও স্পষ্ট করে সাক্ষাৎকারের জানিয়েছেন পায়েল। কিছুদিন আগে নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানেই পরিচালক রেশমি মিত্রের পরিচালনায় বড়বাবুর প্রিমিয়ামে ছিলেন পায়েল। সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। নিজের অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি। সেই সূত্রে দেশের বাইরে অনেকদিন কাটিয়েছেন। নিউইয়র্কের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেছেন, হয়তো সেই থেকেই এই রটনা ছড়িয়ে পড়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন তার বিয়ে করা সম্পূর্ণ ইচ্ছা রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে কোন বিদেশি পাত্রকে বিয়ে করার তার ইচ্ছে নেই। আর বিয়ে করে দেশ ছাড়াও কোন পরিকল্পনা নেই। কলকাতাতেই থাকতে চান তিনি।

আরও পড়ুন:  মুখে পড়লেই মন গলে যাবে, রইল টেস্টি শাহী পনির রেসিপি

আপাতত সিনেমাহলে রমরমিয়ে চলছে পায়েল সরকার অভিনীত ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সিনেমা। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত। চার স্বাধীনচেতা মেয়ের পাহাড়ে ছুটি কাটানোর গল্প ঘিরেই তৈরি হয়েছে এই সিনেমা। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ থেকে অনুপ্রাণিত এই ছবি মুক্তি পেয়েছিল ৫ এপ্রিল। আবার সামনেই মুক্তি পাবে ‘নজরবন্দি’। এটিও নারীকেন্দ্রিক ছবি। অভিনয়ের পাশাপাশি আবার রাজনীতির ময়দানেও নেমেছেন পায়েল। রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির হয়ে বেহালার বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি।

WhatsApp Group Join Now
About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।