Paralympics 2024: প্যারাঅলিম্পিক্সে ভারতের জয়জয়কার। শুটিংয় বিভাগে পদক জিতেছেন মোনা। মেয়ের পদক জয়ে খুশি পরিবারমেয়েদের ব্যক্তিগত শুটিং বিভাগে দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। একটি সোনা, অপরটি ব্রোঞ্জ। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতেছেন অবনী লেখারা। আর এই বিভাগেই ব্রোঞ্জ জিতেছেন ভারতের মোনা আগরওয়াল।
ব্রোঞ্জ জেতা মোনাকে এই পদকের জন্য ঘর ছাড়তে হয়েছিল। পোলিওর কারণে রাজস্থানের বাসিন্দা মোনার পা নষ্ট হয়ে গিয়েছিল। শুরু থেকে কখনও খেলাধুলা করতে আগ্রহী ছিলেন না। কিন্তু ২৩ বছর বয়স থেকে ধীরে ধীরে খেলাধুলা নিয়ে আগ্রহী হয়ে পড়েন।কিন্তু তখনও মোনা জানতেন না কী খেলবেন। ঘরে বসে না থেকে খেলাধুলোয় অংশ নেবেন। কী খেলবেন, তখনও জানতেন না। সেই কারণেই বাড়ি ছাড়েন। শট পাট, ভারোত্তোলন, ভলিবল সব খেলেছেন। অবশেষে শুটিংয়ে মন দেন। এই বারই প্রথম প্যারালিম্পিক্সে (Paralympics 2024) নেমেছেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২২৮.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন তিনি। ১৪ বছর আগে বাড়ি ছেড়েছিলেন তিনি।
সন্তানদের থেকে দূরে থাকতে হয়েছে। তাঁর এই সিদ্ধান্ত মানতে পারেনি সন্তানেরা। কিন্তু নিজের লক্ষ্য থেকে সরেননি মোনা আগরওয়াল। প্যারিসে প্যারালিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন ভারতের ক্রীড়াবিদ।
পদক জেতার পরে ৩৭ বছরের মোনার মনে পড়ছে গত ১৪ বছরের পরিশ্রমের কথা।শুধু পরিবারের থেকে দূরে থাকা নয়, আর্থিক সমস্যাতেও পড়তে হয়েছে মোনাকে। সেই সব চ্যালেঞ্জ সামলেছেন তিনি। মোনা বলেন, “আর্থিক দিক থেকেও অনেক সমস্যা হয়েছে। এই খেলায় অনেক খরচ। কী ভাবে সব সামলাব, বুঝতে পারতাম না। কিন্তু হাল ছাড়িনি। শেষ পর্যন্ত জিতেছি। শারীরিক সমস্যা থাকলেও মানসিক ভাবে নিজেকে ভেঙে পড়তে দিইনি। নিজের সেরাটা দিয়েছি। তারই ফল পেয়েছি।”
মোনার ব্রোঞ্জ পদক জয় একটি উল্লেখযোগ্য অর্জন, বিশেষ করে পরিস্থিতি বিবেচনা করে। তিনি ফাইনাল রাউন্ড পর্যন্ত সোনার জন্য প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, যেখানে সামান্য ভুলের কারণে তাকে শীর্ষস্থানটি হারিয়েছিল। অন্যদিকে, অবনী লেখারা মোনার মতো একই বিভাগে স্বর্ণপদক জিতেছে, যা শুধুমাত্র প্যারালিম্পিকের ২য় দিনে ভারতের গৌরব বাড়িয়েছে। সোনা হারানো সত্ত্বেও, গেমস এ মোনা আগরওয়ালের কৃতিত্ব ভারতীয় প্যারা-অ্যাথলিটদের জন্য যে কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও অনুপ্রেরণার উৎস হিসেবে সেট করে। পদক জেতার পর মোনার বাড়িতেও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজস্থানের জয়পুরের বাড়ি গমগম করছে বাজনাতে। সকলে সেই বাজনায় পা মিলিয়েছেন। নাচতে দেখা গিয়েছে মোনার স্বামীকেও।
আরও পড়ুন: Ration Card: রেশন পেতে আজই করুন এই কাজ; নচেৎ বন্ধ হতে পারে পরিষেবা; জানুন বিস্তারিত