Sourav Ganguly: বাংলার মহারাজ বলতেই ভারতীয় ক্রিকেট জগতের প্রাক্তন খেলোয়াড় সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মুখ আমাদের সকলের সামনে ভেসে ওঠে। শুধুমাত্র খেলার জগতেই নয় এছাড়াও বিভিন্ন জগতে সৌরভ গাঙ্গুলীর ব্যাপক নাম রয়েছে। গোটা দেশের মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালবাসা পেয়েছেন দাদা।
সবসময় দর্শকদের থেকে ভালোবাসাই পেয়ে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে অন্যান্য সেলিব্রিটিদের মতো তাকে কখনোই ট্রোল হতে বা সমালোচনার মুখে পড়তে দেখা যায়নি। তবে এবারে এমন এক কাজ করে বসলেন যার কারণে সৌরভ গাঙ্গুলীর প্রতি ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ।
সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় টলিউড অনলাইনের পেজ থেকে শেয়ার হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে এক রান্নার তেল সংস্থার বিজ্ঞাপনের জন্য পথে নেমেছিলেন তিনি। যেখানে ইলিশ মাছ রান্নার মাধ্যমে ওই তেলের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। পাশে দাঁড়িয়ে এক প্রবীণ মহিলা শিখিয়ে দিচ্ছিলেন তাঁকে রান্না করতে। এই ভিডিয়ো চোখে পড়তেই একশ্রেণি লিখলেন- ‘টাকার বিনিময়ে সব করতে পারে’, কেউ লিখলেন, ‘শিল্প দাদা’। কেউ সৌরভের উদ্দেশে লিখলেন, ‘কী করবে আর কী করবে না, ভেবে পাচ্ছে না’।
View this post on Instagram
এই বিজ্ঞাপনে সৌরভ গাঙ্গুল কে দেখার পরেই কিছু শ্রেণীর মানুষ তাকে নিয়ে ট্রোল, সমালোচনা করছে। অন্যদিকে দাদার ভক্তরা কিন্তু দাদার এই নতুন রূপ দেখে বেজায় আনন্দ পেয়েছে। বর্তমানে একাধিক পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভ গাঙ্গুলী। শুরু করছেন নিজের কারখানা। অন্যদিকে ক্রিকেট জগতে তার প্রতিদান ভোলার নয়। এছাড়াও দাদাগিরির মঞ্চে প্রতি সিজনে নতুন রূপে দেখা যায় সৌরভ গাঙ্গুলীকে।