PM Narendra Modi: কলকাতার আরজিকরের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য তথা গোটা দেশ। বিচার চেয়ে প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। এমতাবস্থায় দেশের প্রধানমন্ত্রীর মুখে আবারও শোনা গেল নারী নিরাপত্তা ও সুরক্ষার কথা। জাতির উদ্দেশ্যে লালকেল্লা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বললেন, “মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাতে জনগণ ক্ষুব্ধ। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে রাজ্যকে।”
স্বাধীনতা দিবসে আরজি কর কাণ্ডের সরাসরি উল্লেখ না করেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) জানিয়েছেন, “আমি আরও একবার লালকেল্লা থেকে দুঃখ প্রকাশ করে বলছি…সমাজ হিসাবে আমাদের মহিলাদের উপরে হওয়া নির্যাতন নিয়ে গভীরভাবে ভাবনাচিন্তা করা উচিত। দেশজুড়ে মানুষ ক্ষুব্ধ এই অত্যাচার নিয়ে। আমি এই ক্ষোভ বুঝতে পারছি। দেশ, সমাজ ও রাজ্য সরকারকে গুরুত্ব সহকারে এই দায়িত্ব নিতে হবে। মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচার-অপরাধের দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। সমাজে আস্থা ফেরাতে এটা খুব জরুরি।”
প্রধানমন্ত্রী আরও জানান, “দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হয়। আমি সমাজের উদ্দেশে এটাও বলতে চাই যে, যখন নারীদের ওপর ধর্ষণ ও নৃশংসতার ঘটনা ঘটে, তখন তা ব্যাপকভাবে আলোচিত হয়, কিন্তু যখন অপরাধীকে শাস্তি দেওয়া হয়, তখন তা খবরে দেখা যায় না, শুধু একটি কোণেই সীমাবদ্ধ থাকে খবর। যারা শাস্তি পাচ্ছেন তাদের নিয়েও ব্যাপক আলোচনা হওয়া উচিত, যাতে যারা পাপ করে, তারা বুঝতে পারে। আমি মনে করি এই ভয় তৈরি করা খুবই জরুরি।”