আমানত মানেই সুরক্ষা—এই বিশ্বাসেই তো বহু মানুষ বছরের পর বছর টাকা রাখেন ব্যাঙ্কে। বিশেষ করে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা সমবায় ব্যাঙ্কগুলির সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে থাকে। শুধুই ব্যাঙ্ক নয়, এ যেন একটা সামাজিক সম্পর্ক, যেখানে নিজের সঞ্চিত অর্থ রেখে নিশ্চিন্ত বোধ করেন গ্রাহকরা। কিন্তু সেই বিশ্বাসেই যখন চিড় ধরে, তখন শুরু হয় উদ্বেগের পালা।
ভোটের গণ্ডগোল, আতঙ্কে আমানতকারীরা (Political unrest before nomination triggers panic)
সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। গৌরা-সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন, কিন্তু কোনও বিশেষ স্কিম বা অফারের জন্য নয়—এটা ছিল আতঙ্কে টাকা তোলার হিড়িক। ১০ দিনের মধ্যেই প্রায় ২ কোটি টাকা তুলে নিয়েছেন আমানতকারীরা। ভোটের আগে মনোনয়ন জমার দিন ঘিরে যে গন্ডগোল হয়েছে, তাতেই বাড়ছে উদ্বেগ।
ভোটে ক্রমবর্ধমান টেনশন, ব্যাঙ্কে তুলনার সীমা (Withdrawal limit imposed due to heavy cash rush)
সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন প্রায় ২০০-২৫০ গ্রাহক এসে টাকা তোলার জন্য ভিড় করছেন। ফলে বাধ্য হয়ে প্রতিটি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা (withdrawal limit) বেঁধে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা। ব্যাঙ্ক ম্যানেজার সৈকত জানা জানিয়েছেন, “গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, তাই আমরা বাধ্য হয়েছি লিমিট বসাতে।” অর্থাৎ এই পরিস্থিতি কেবল রাজনৈতিক গন্ডগোলের প্রতিক্রিয়া নয়, বরং মানুষের আস্থার সংকটকেই প্রকাশ করছে।
ভোটে কারা দখল নিচ্ছে সমবায় সমিতি? (TMC likely to take control of co-operative society)
স্থানীয়দের অভিযোগ, এবারের ভোটে বিরোধীদের মনোনয়ন জমা দিতেই দেওয়া হয়নি। ৫৩টি আসনের সবকটিতেই মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। অর্থাৎ গৌরা-সোনামুই সমবায় সমিতির পুরোটাই শাসকদলের দখলে আসতে চলেছে বলেই মনে করছেন অনেকে। আর সেই আশঙ্কাতেই গ্রাহকদের একাংশ দলে দলে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে শুরু করেছেন। তাদের যুক্তি, দলে টাকা নয়ছয় হওয়ার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ।
Read More: ২০২৫ সালে কবে কবে ছুটি? রইল পশ্চিমবঙ্গের সরকারি ছুটির ফুল লিস্ট!
ভোটে বিরোধীদের অভিযোগ বনাম শাসকদের সাফাই (Opposition vs ruling party blame game)
সিপিএম ও বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি টাকা নয়ছয়ের অভিযোগ তোলা হয়েছে। সিপিএম নেতা অমল ঘোড়ুই বলেন, “আগেও বহু সমবায় সমিতি তৃণমূলের দখলে গিয়ে বন্ধ হয়ে গেছে বা টাকা লুঠ হয়েছে। তাই মানুষ ভয় পাচ্ছেন।” বিজেপির তন্ময় ঘোষও বলেন, “তৃণমূল দখল করলে জনগণের আমানত সুরক্ষিত থাকবে না, তাই মানুষ আগে থেকেই টাকা তুলে নিচ্ছেন।” যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল এবং পাল্টা সিপিএমের বিরুদ্ধে উস্কানির অভিযোগ করেছে। ১৩ জুলাই ভোট, আর ১৭ জুলাই হাইকোর্টে শুনানি—তার আগেই মানুষ তাঁদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন।
Read More:চিন-পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রশ্ন! অপারেশন সিঁদুর ইস্যুতে মুখ খুলল বেজিং!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |