Post Office: সকলেই তাদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত জায়গায় সঞ্চয় করতে চান। এক্ষেত্রে মানুষ ভরসা করেন বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসের (Post Office) ডিপোজিট গুলির উপর।। এক্ষেত্রে কোনরকম ঝুঁকি ছাড়া বিনিয়োগ করার একটি অন্যতম মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট। সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের রয়েছে এইসব ফিক্সড ডিপোজিট। সাধারণ সুদের মাধ্যমে যেমন টাকা বাড়ে ঠিক তেমনি দেওয়া হয় চক্রবৃদ্ধি সুদ।
এছাড়া রয়েছে নানান রকম রেকারিং ডিপোজিট। বিভিন্ন রেকারিং ডিপোজিটে বর্তমানে বেশ ভালই সুদ দেওয়া হচ্ছে।। তবে ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের (Post Office) রেকারিং ডিপোজিট গুলি বেশি লাভজনক। যেখানে ১০ বছরে ২৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। একেবারে ঠিক শুনছেন স্বল্প সঞ্চয়ের এই রেকারিং ডিপোজিট গুলি এতটাই লাভজনক।
কিভাবে টাকা জমা করবেন এখানে? জেনে নিন সহজ উপায়। পাঁচ বছরের জন্য রয়েছে একটি রেকারিং ডিপোজিট স্কিম। এখানে ম্যাচিউরিটির সময় অনেকটাই বাড়িয়ে নেওয়া যায়। আবার অনেকে এখানে টাকাও বিনিয়োগ করতে পারেন অতিরিক্ত। প্রতিবছর পোস্ট অফিসের এই ধরনের রেকারিং ডিপজিটে ৬.৭ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে! তিন মাসের চক্রবৃদ্ধি হারে সুদ পরিবর্তিত হয়! ১০০ টাকা থেকে বিনিয়োগ করা যেতে পারে ন্যূনতম!
এছাড়া সর্বোচ্চ যে যত খুশি বিনিয়োগ করতে পারেন এই ডিপোজিট! ১২ তম কিস্তি জমা করবার পর ১৩ তম মাসের কিস্তি দেওয়া হয়ে থাকে পোস্ট অফিস থেকে! বিনিয়োগের ৫০ শতাংশ টাকার উপরে লোন নেওয়ার সু বন্দোবস্ত রয়েছে! সেই টাকাও কিস্তির মাধ্যমে পরিশোধ করা যেতে পারে! কোন চাকরিজীবী যদি মাসে ১৫০০০ টাকা বিনিয়োগ করেন তবে দশ বছরের মধ্যে তিনি গড়ে তুলবেন ২৫ লাখ ৬২০০০ ৮২২ টাকার ফান্ড।
এতে বিনিয়োগ করা টাকার পরিমান ১৮ লক্ষ। ১০ বছরের সুদ মিলবে ৭ লক্ষ ৬২ হাজার ৮২২ টাকা। প্রতি মাসে ১৫০০০ বিনিয়োগ করলে ১০ বছরে বিনিয়োগের পরিমাণ হবে ২৫ লাখ ৬২০০০ টাকার কিছু বেশি। এদিকে, সরকারিভাবে পরিচালিত হওয়া এই ধরনের রেকারিং ডিপোজিট যথেষ্টই সুরক্ষিত।