Pratik-Sonamoni: বাংলা ধারাবাহিকেন নতুন নতুন জুটি এলেও প্রতীক-সোনামণির জুটি আজও ভুলতে পারেননি দর্শকেরা। এমন কি পর্দার বাইরে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা হয় অনেক। তবে টলিপাড়ায় এখন কান পারলেও শোনা যায় বিবাহ বিচ্ছেদ থেকে বন্ধুত্ব ভাঙনের খবর ।
এখন প্রতীক-সোনামণির বন্ধুত্ব ভাঙনের চর্চা চলছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি, সমাজমাধ্যমে এমনই একটা পোস্ট করেছেন প্রতীক। এই পোস্ট ঘিরেই নেটপাড়ায় শুরু হয়েছে জল্পনা। তবে কি সোনামণির উদ্দেশ্যেই প্রতীকের এই সোশ্যাল মিডিয়া পোস্ট?
তাঁদের প্রেমের কথাও শোনা গিয়েছিল একসময়, যদিও এই বিষয়ে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। কয়েক মাস আগে শোনা যায়, দূরত্ব বেড়েছে সোনামণি এবং প্রতীকের মধ্যে। যদিও এই বিষয়ে সোনামণি সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান, তাঁদের মধ্যে এরকম কিছুই হয়নি। এমনকি দুজনের যখন নতুন ধারাবাহিক শুরু হয় তখনও তাঁরা একে অপরকে শুভেচ্ছাও জানান। তবে বেশ কিছুদিন ধরে একসঙ্গে আর দেখা যায় না এই জনপ্রিয় জুটিকে।
একটি পাঞ্জাবি পড়ে ছবি পোস্ট করেছেন প্রতীক। কেপশনে লেখেন, ‘যদি ভেসে যাই ওই নদী জলে, যদি অতলে ডুবে রই, তুমি যদি ফেরো ভাঙ্গা ঘরে, সেই ঘরেতে আমি কই’।প্রতীক এই পোস্ট করার পর থেকে নেটিজেনরা প্রশ্ন তুলছেন তাহলে কি সোনামনির উদ্দেশ্যে এই পোস্ট? দূরত্ব যেবেড়েছে দু’জনের সম্পর্কে, সেটাই কি এই পোষ্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন প্রতীক? এর উত্তর অবশ্য জানেন অভিনেতা নিজেই।
‘মোহর’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার এই জুটিকে দেখতে পান দর্শকেরা। এরপর ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকেও দেখা যায় প্রতীককে। তবে শুধু ধারাবাহিকের জুটি হিসাবেই নয়, বাস্তবে দারুন বন্ধু প্রতীক ও সোনামণি।