Rachana Banerjee: ৯০ দশকের শুরুর দিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের প্রথম সারির তালিকায় ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম (Rachana Banerjee)। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় পাশাপাশি ওড়িশা, তামিল ছবিতে অভিনয় করেছেন রচনা। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর একটা সময় নিজেকে অভিনয় জগত থেকে সরিয়ে আনেন। তারপরেই দিদি নাম্বার ওয়ান এর মতো রিয়ালিটি শো এ যোগদান করেন।
বর্তমানে অভিনেত্রীকে আমরা সেখানেই সঞ্চালিকা হিসেবে দেখতে পাচ্ছি বিগত ১০-১২ বছর ধরে। অভিনয় জগতের থেকেও দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সঞ্চালিকা হওয়ার পর থেকে অভিনেত্রীর জনপ্রিয়তা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। এসবের মাঝেও অভিনেত্রীর জীবনে অনেক বাধা-বিপত্তি এসেছে।
ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সেখানকার অভিনেতা সিদ্ধান্ত মোহান্তির সঙ্গে সম্পর্ক হয় রচনা ব্যানার্জির।চুপিসারে তারা বিয়েও করেন এমন খবরও পাওয়া গিয়েছে। যদিও সেই সম্পর্ক পুরোপুরি অস্বীকার করেন রচনা, কখনোই সে বিষয়ে মুখ খোলেননি তিনি। এরপর ২০০৭ সালে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। তাঁদের একমাত্র পুত্র সন্তান প্রণীল। এবারেও সংসার করা হলো না রচনা ব্যানার্জীর।
ছেলে হওয়ার কয়েক বছরের মাথাতেই আলাদা থাকতে শুরু করেন রচনা এবং প্রবাল। তবে আইনি ভাবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি এখনো। তবে দুজনেই আলাদা বাড়িতে থাকতেন। চলতি লোকসভা ভোটের সময় ফের আবার ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগে। রচনা ব্যানার্জি প্রথমবারের জন্য লোকসভা ভোটের দাঁড়িয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। ভোট চলাকালীন সমস্ত প্রচারে রচনা ব্যানার্জীর পাশে দেখা গিয়েছে প্রবাল বসুকে।
এর মাঝেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল রচনা-প্রবালের বিয়ের দিনের কিছু মুহূর্ত। একদম খাঁটি বাঙালি মতেই বিয়েটা সেরেছিলেন দুজনে। গোলাপি বেনারসিতে কনের সাজে রচনা। গলায় গোলাপের মালা, মাথায় ওড়না। গা ভর্তি সোনার গয়নায় মিষ্টি কনে বউ সাজে দেখা যাচ্ছে রচনা কে। চলতি লোকসভা ভোটে আবারো তাদের ভাঙ্গা সংসার জোড়া লাগে।
আরও পড়ুন: BSNL সিম কার্ড বিক্রি করে মাসে ৩০ হাজার টাকা আয় করুন! কীভাবে শুরু করবেন, জানুন এখুনি
লোকসভা ভোটে জয়ী হয়েছে রচনা। তারপরেও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে। এতগুলো বছর ছেলে প্রনীলের সঙ্গেই ছিলেন রচনা। তবে এবারের প্রশ্ন সব যখন ঠিকঠাকই হয়ে গিয়েছে ফের একছাদের তলায় থাকবেন দুজনে? প্রশ্নের জবাবে প্রবাল জানিয়েছেন, ‘আমাদের সম্পর্কটা ঠিক কী, এবিষয়ে তো আমরা কোনওদিনই কিছু বলিনি। তবে হ্যাঁ, আমি ওর পাশে আছি।’
আরও পড়ুন: EPFO: মাত্র ৩ দিনে PF থেকে ১ লক্ষ টাকা তুলতে পারবেন, জানুন কিভাবে