ধর্মতলা, কলকাতা | ২১ জুলাই ২০২৫: তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক ২১ জুলাইয়ের সমাবেশে আজ সকাল থেকেই ছিল তারকার মেলা। কিন্তু তাদের মধ্যে নজর কাড়লেন হুগলির সাংসদ তথা টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ছাই রঙা শাড়িতে, যার গায়ে সবুজ ফুলের কাজ—এ যেন দলীয় রঙেরই প্রতীক—সেই সাজেই সকাল ১২টার আগেই ধর্মতলা চত্বরে পৌঁছে যান তিনি।
দলনেত্রীর জন্য অপেক্ষায় রচনা, টলিউডেরও ভিড়
মঞ্চে ওঠার আগেই মিডিয়ার সামনে সোজাসাপ্টা মন্তব্য করলেন রচনা (Rachna Banerjee), যা মুহূর্তে ছড়িয়ে পড়ে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়। বরাবরের মতো স্পষ্টবাদী এই সাংসদ বাংলার আত্মমর্যাদা রক্ষায় এবার যেন আরও কঠোর সুরে বার্তা দিলেন। তিনি বলেন—
“আমিও বাংলায় কথা বলি! আমাকেও ধরে নিয়ে যান। বাঙালি এর উত্তর দেবে।”
অবশ্যই দেখবেন: এবার ডিম-ভাতেই সীমাবদ্ধ নয়! ২১ জুলাইয়ের সকালে কর্মীদের জন্য তৃণমূলের নয়া ‘খাবার চমক’
পরিযায়ী বাঙালিদের উপর ‘হেনস্থা’র প্রতিবাদে রচনার গর্জন
দেশজুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর একাধিক রাজ্যে যে হেনস্থার অভিযোগ উঠে এসেছে, সেই প্রসঙ্গেই প্রশ্ন করা হলে রচনার গলায় যেন বিষাদের সঙ্গে তীব্র প্রতিবাদ ঝরে পড়ে। বলেন:
“মাঝেমাঝে এসব দেখে ভাষা হারিয়ে ফেলি। আমরা বাঙালি, বাংলা আমার মাতৃভাষা। আমাদের বাংলা থেকে কত মনীষী এই দেশকে গর্বিত করেছেন। এও সম্ভব! একজন মানুষ বাংলায় কথা বলছেন বলে তাঁকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে?”
রচনার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন তাঁকে সমর্থন জানিয়ে টুইট ও পোস্ট করতে থাকেন। অনেকে বলেন, একজন জনপ্রিয় সাংসদ ও অভিনেত্রী হিসেবে রচনার এমন স্পষ্ট অবস্থান নেওয়া অত্যন্ত সাহসিকতার পরিচয়।
“একুশ মানেই প্রতিবাদ, একুশ মানেই বাঙালির গর্জন” — বললেন সাংসদ
রচনার (Rachna Banerjee) বক্তব্য শুধু পরিযায়ী বাঙালিদের দুঃখ নিয়ে নয়, বরং এর মধ্য দিয়ে উঠে এল একুশে জুলাইয়ের প্রকৃত মর্ম। “একুশ মানেই প্রতিবাদ, একুশ মানেই বাঙালির গর্জন”—এই বার্তা পৌঁছে দিতে রচনা বলেন—
“আমি আমার হুগলির মানুষদের সঙ্গে আছি। একুশের মঞ্চ থেকে সেই বার্তাই দিতে এসেছি।”
টলিউডের আরও বহু তারকা আজকের সমাবেশে উপস্থিত ছিলেন, কিন্তু রচনার এ দিনের বক্তৃতা এবং আবেগঘন বার্তা স্পষ্টভাবেই এক আলাদা মাত্রা এনে দেয়।
রাজনৈতিক বার্তায় ‘তারকা’ ছাপ স্পষ্ট
রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) মূলত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও, এখন তিনি একজন সক্রিয় সাংসদ। এবং তাঁর বক্তব্য শুধুই স্ক্রিপ্টেড রাজনীতি নয়। বরং বাংলা ভাষা ও সংস্কৃতির উপর ‘হেনস্থা’ প্রসঙ্গে তিনি যেভাবে নিজের কণ্ঠ তুলে ধরেছেন, তা নিঃসন্দেহে অনেক সাধারণ মানুষের আবেগের প্রতিফলন। এই বক্তব্য শুধু সমাবেশের জন্য নয়, বরং গোটা বাঙালির আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠতে চলেছে।
অবশ্যই দেখবেন: ‘শাহরুখ খান’ কি এলেন ২১ জুলাইয়ের মঞ্চে? কিং খানের লুক-অ্যালাইক ঘিরে চাঞ্চল্য
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |