Rahul-Rooqma: স্টার জলসার দেশের মাটি সিরিয়ালের নায়ক নায়িকা কিয়ান নোয়ার তুলনায় রাজা মাম্পি জুটিকে বেশি ভালোবেসে ছিলেন দর্শকরা। তারপর ছোট পর্দার রুকমা এবং বড় পর্দার রাহুল জুটিকে আবার দেখা গিয়েছিল জি বাংলায়। জি বাংলার লালকুঠি ধারাবাহিকে নায়ক নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাদের। তাদেরকে আবার পর্দায় দেখতে চান দর্শকরা। লালকুঠি ধারাবাহিক বেশিদিন চলেনি।
রুকমার সঙ্গে ছবি:
কিন্তু তাদেরকে দেখার জন্য দর্শকদের আর তর সই ছিল না। এবার তাদের একসাথে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় সেই আভাস দিয়েছেন দুই তারকা। রুকমার সঙ্গে একটি ছবি শেয়ার করে রাহুল ক্যাপশনে লেখেন কাছের মানুষ দূরের দর্শন। তবে কি রূকমাকে? মিস করছেন তিনি। অনেকেই ভেবেছিলেন, রুকমা এবং রাহুল হয়তো বাস্তবেই প্রেম করছেন।
তবে সেই আভাস দেননি কেউই। এবার রাজা মাম্পি জুটিকে আবার পর্দায় দেখার সৌভাগ্য হবে। তাদের একসাথে সোশ্যাল মিডিয়ায় দেখে কেউ বলছেন, সকাল সকাল একি দেখালে। আবার কেউ বলছেন তোমাদের দুজনকে ভালোবাসা জানালাম। রাহুল এবং রুকমাকে সত্যি সত্যিই দেখা যাবে পর্দায়।
দূরদর্শনে রাজা মাম্পি:
দূরদর্শনের বর্ষপূর্তি অনুষ্ঠানে দুজনে একসাথে থাকবেন। সেই অনুষ্ঠানের সূত্র ধরেই কয়েক ঘন্টার জন্য আবারও রাহুল এবং রুকমার মুখোমুখি হবেন দর্শক। দর্শকদের অনেক দিনের খেদ পূর্ণ হবে। প্রসঙ্গত আবার স্ত্রী প্রিয়াংকার সঙ্গে ঘর বেঁধেছেন রাহুল। মধ্যমণি অবশ্যই তাদের পুত্র সন্তান সহজ। অন্যদিকে রূকমা নাকি নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও সেই সম্পর্কে শিলমোহর দেননি অভিনেত্রী। তবে রাহুল এবং রূকমা, কোনদিন তাদের সম্পর্কের বাস্তবতার কথা স্বীকার করেননি।