Rahul-Prity: আরজি কর কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ থেকে টলি তারকা সকলেই পথে নেমেছেন। এমন উত্তপ্ত পরিবেশের মাঝেই রাহুল প্রীতির কোল আলো করে এসেছে এক কন্যা সন্তান। বুধবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ধূলোকণা খ্যাত মিনি অর্থাৎ প্রীতি বিশ্বাস ও হরগৌরি খ্যাত শঙ্কর ওরফে রাহুল মজুমদার। ইতিমধ্যে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা।
এইবার মেয়েকে কোলে নিয়ে ছবি শেয়ার করলেন রাহুল-প্রীতি। ক্ষুদের আগমনে গোটা বাড়িতেই ছিল সাজো সাজো রব। দেখা যাচ্ছে গোলাপি, বেগুনি, ধূসর, নীল রঙের বেলুনে গোটা বাড়ি সাজিয়ে তুলেছিলেন রাহুল-প্রীতি। বাড়ির ছবিও সকলের সঙ্গে শেয়ার করেছিলেন টেলি দম্পতি। সোশ্যাল মিডিয়ায় মেয়েকে কোলে নিয়ে ছবি দিয়ে রাহুল লেখেন, ‘ওয়েলকাম প্রিন্সেস’। মেয়েকে কোলে নিয়ে ছবি দিলেও সদ্যোজাতর মুখ প্রকাশ্যে আনেননি রাহুল-প্রীতি। রাহুলের পোস্টটি শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সন্তান আসার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের দু সপ্তাহ আগেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন এমনটাই জানিয়েছেন রাহুল রাহুল। ২০১৭ সালে ‘রং-রুট’-এর সেটে রাহুলের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এবার বাবা-মা হলেন দুজনে।
উল্লেখ্য, রাহুলকে শেষ দেখা গিয়েছিল হর গৌরী পাইস হোটেল ধারাবাহিকে। গল্পে লিপ নেওয়ার পর সরে দাঁড়ান অভিনেতা। যার কারণে শেষ হয় শঙ্কর-ঐশানীর পথ চলা। এখন গল্প এগিয়ে চলছে তাঁদের একমাত্র কন্যা সন্তানকে ঘিরে। পর্দায় যেমন মেয়ের বাবা হয়েছেন রাহুল, বাস্তবেও এবার কন্যা সন্তানের সুখ পেলেন তিনি। আপাতত খুশির হাওয়া বইছে রাহুল-প্রীতির সংসারে।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বন্ধুত্বের ১২ বছর পার! কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে আর কী বললেন শ্রীময়ী!