Railway Ticket New Rules: ভারতীয় রেলওয়ের তরফে যাত্রীদের জন্য তৎকালীন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করা হয়েছে। যা এই টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজতর করা তুলেছে। ১০ই এপ্রিল থেকে এই নয়া নিয়ম কার্যকর করা হবে। তৎকাল টিকিট বুকিংয়ের সময় পরিবর্তনের ফলে স্বস্তি পাবেন যাত্রীরা। আগামী দিন থেকে এসি ক্লাস ...
Railway Ticket New Rules: ভারতীয় রেলওয়ের তরফে যাত্রীদের জন্য তৎকালীন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করা হয়েছে। যা এই টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজতর করা তুলেছে। ১০ই এপ্রিল থেকে এই নয়া নিয়ম কার্যকর করা হবে। তৎকাল টিকিট বুকিংয়ের সময় পরিবর্তনের ফলে স্বস্তি পাবেন যাত্রীরা। আগামী দিন থেকে এসি ক্লাস বুকিং শুরু হবে সকাল ১০:১০ টা থেকে স্লিপার ক্লাস বুকিং শুরু হবে ১১:১০ টা থেকে। আগে এসি ও স্লিপারের মধ্যে ৩০ মিনিটের ব্যবধান ছিল, যা কমিয়ে ১০ মিনিট করা হয়েছে।
Railway Ticket New Rules: IRCTC এজেন্টদের অগ্রাধিকার
নতুন নিয়মানুসারে, দ্রুত এবং সঠিক বুকিং নিশ্চিতের জন্য IRCTC-তে নিবন্ধিত এজেন্টদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে, সকল এজেন্টের জন্য এই সুবিধা নয় শুধুমাত্র আইআরসিটিসি এজেন্টদের জন্য এটি প্রযোজ্য হবে। টিকিট বুকিং প্রক্রিয়া নিরাপদ করার জন্য রেলওয়ে OTP এবং CAPTCHA বাধ্যতামূলক করা হয়েছে। যা টিকিট দালাল এবং জাল বুকিং রোধ করতে সাহায্য করবে। প্রতিটি বুকিংয়ের আগে মোবাইল ওটিপি এবং ক্যাপচা লিখতে হবে।
তৎকাল টিকিট বুকিংয়ের অনলাইন প্রক্রিয়া (Online Ticket Booking Process):
- IRCTC ওয়েবসাইটে লগইন করতে হবে।
- এরপর ভ্রমণের তারিখ, ট্রেন নম্বর এবং কোন ক্লাসে ভ্রমণ করবেন তা নির্বাচন করতে হবে।
- এরপর কোটায় ‘তৎকাল’ বিকল্পটি নির্বাচন করে যাত্রীর বিবরণ (নাম, বয়স, লিঙ্গ ইত্যাদি) লিখতে হবে।
- এরপর মোবাইল ওটিপি এবং ক্যাপচা লিখে অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট বুক করতে হবে।
জেনে নিন, অফলাইনে টিকিট বুক করবেন কিভাবে (Offline Ticket Booking Process):
- স্টেশন থেকে টিকিট কিনতে ইচ্ছুক যাত্রীদের জন্যও বুকিং প্রক্রিয়াটি সহজ।
- এর জন্য নিকটতম রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে।
- এরপর তৎকাল আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অর্থ প্রদান করলেই টিকিট পাওয়া যাবে।
শুরু হচ্ছে নতুন রিফান্ড নিয়ম (New Refund Rules Strat From April)
- নতুন রিফান্ড নিয়ম অনুসারে, ট্রেন বাতিল হলে পুরো টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে।
- ভ্রমণের রুট পরিবর্তন হলেও টাকা ফেরত দেওয়া হবে।
- যদি যাত্রীকে নিম্ন শ্রেণীতে স্থানান্তরিত করা হয়, তবে সেই অনুযায়ী ভাড়া ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: Weather Update: চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস জারি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়! কি জানাল হাওয়া অফিস? জানুন বিস্তারিত
আরও পড়ুন: Online Khajna Check: দালালের প্রয়োজন নেই! জমি কিনছেন? অনলাইনেই এক ক্লিকেই জেনে নিন বকেয়া খাজনার পরিমাণ