Railway Ticket New Rules: ভারতীয় রেলওয়ের তরফে যাত্রীদের জন্য তৎকালীন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করা হয়েছে। যা এই টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজতর করা তুলেছে। ১০ই এপ্রিল থেকে এই নয়া নিয়ম কার্যকর করা হবে। তৎকাল টিকিট বুকিংয়ের সময় পরিবর্তনের ফলে স্বস্তি পাবেন যাত্রীরা। আগামী দিন থেকে এসি ক্লাস ...
Railway Ticket New Rules: ভারতীয় রেলওয়ের তরফে যাত্রীদের জন্য তৎকালীন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করা হয়েছে। যা এই টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজতর করা তুলেছে। ১০ই এপ্রিল থেকে এই নয়া নিয়ম কার্যকর করা হবে। তৎকাল টিকিট বুকিংয়ের সময় পরিবর্তনের ফলে স্বস্তি পাবেন যাত্রীরা। আগামী দিন থেকে এসি ক্লাস বুকিং শুরু হবে সকাল ১০:১০ টা থেকে স্লিপার ক্লাস বুকিং শুরু হবে ১১:১০ টা থেকে। আগে এসি ও স্লিপারের মধ্যে ৩০ মিনিটের ব্যবধান ছিল, যা কমিয়ে ১০ মিনিট করা হয়েছে।
Railway Ticket New Rules: IRCTC এজেন্টদের অগ্রাধিকার
নতুন নিয়মানুসারে, দ্রুত এবং সঠিক বুকিং নিশ্চিতের জন্য IRCTC-তে নিবন্ধিত এজেন্টদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে, সকল এজেন্টের জন্য এই সুবিধা নয় শুধুমাত্র আইআরসিটিসি এজেন্টদের জন্য এটি প্রযোজ্য হবে। টিকিট বুকিং প্রক্রিয়া নিরাপদ করার জন্য রেলওয়ে OTP এবং CAPTCHA বাধ্যতামূলক করা হয়েছে। যা টিকিট দালাল এবং জাল বুকিং রোধ করতে সাহায্য করবে। প্রতিটি বুকিংয়ের আগে মোবাইল ওটিপি এবং ক্যাপচা লিখতে হবে।