Rain Forecast: আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ শক্তি বাড়িয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আজ, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। আগামিকাল, বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনি ও রবিবার উইকেন্ডে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে (Rain Forecast)।
মঙ্গলবার কলকাতাতে দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আজ, মঙ্গলবার থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। চলুন জেনে নেওয়া যাক আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে (Rain Forecast)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ কলকাতায় মেঘলা আকাশ থাকবে। দুপুর পর্যন্ত কয়েক পশলা হালকা এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ। তবে বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এরপর শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। আজ কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে রবিবার পর্যন্ত উত্তরের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং এ। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারে ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।
আরও পড়ুন: Mamata Shankar: শাড়ির আঁচল বিতর্ক অতীত! এবার আরজি কর ঘটনার বিচার চেয়ে রাস্তায় নামলেন মমতা শঙ্কর