দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ!

বছরের এই সময়টাতে যেমন থাকে খটখটে গরম আর কাঠফাটা রোদ, ঠিক তার মাঝেই হঠাৎ আকাশ ঢাকা মেঘে। সন্ধে হতেই বাতাসে কেমন এক অজানা গন্ধ, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। ঘর থেকে বেরোলেই গায়ে লাগছে হালকা বাতাস, আকাশের রঙ ধূসর। শহরবাসী বুঝে যাচ্ছেন—আবহাওয়ার খামখেয়ালি মুডে চলছে।  WhatsApp Group Join Now Telegram ...

Updated on:

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ!

বছরের এই সময়টাতে যেমন থাকে খটখটে গরম আর কাঠফাটা রোদ, ঠিক তার মাঝেই হঠাৎ আকাশ ঢাকা মেঘে। সন্ধে হতেই বাতাসে কেমন এক অজানা গন্ধ, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। ঘর থেকে বেরোলেই গায়ে লাগছে হালকা বাতাস, আকাশের রঙ ধূসর। শহরবাসী বুঝে যাচ্ছেন—আবহাওয়ার খামখেয়ালি মুডে চলছে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আশ্চর্য ঝাঁপিয়ে পড়া বৃষ্টি! প্রস্তুত তো শহরবাসী? (Rain Preparedness in City)

কলকাতা ও আশপাশের জেলাগুলিতে যে রকমভাবে আবহাওয়া আচমকা রূপ নিচ্ছে, তাতে মানুষের মধ্যে একটা স্বাভাবিক উৎকণ্ঠা তৈরি হয়েছে। শহরের রাস্তায় ট্র্যাফিক বাড়ছে, অনেকে ছাতা ছাড়াই বেরিয়ে পড়েছেন, আবার কেউ কেউ অফিস ফেরত হঠাৎ ঝমঝমে বৃষ্টিতে ভিজে হন্যে হয়ে অটো খুঁজছেন। এমন পরিস্থিতিতে অনেকেই ভাবছেন—এটা কি শুধুই মৌসুমি খামখেয়ালি? নাকি আসছে বড়সড় নিম্নচাপ? খবরের অপেক্ষায় মানুষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ (Depression Formation in Bay of Bengal)

আবহাওয়া দফতরের (IMD) তরফে জানানো হয়েছে, উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের সংযোগস্থলে (Bay of Bengal) একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটিই আগামী ২৬-২৭ মে-র মধ্যে নিম্নচাপে (Low Pressure) পরিণত হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাত (Heavy Rain) হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। তবে এখানেই শেষ নয়, পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে, যার ফলস্বরূপ ঝোড়ো হাওয়া, বজ্রপাত (Thunderstorm) সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read More: কয়েক ঘণ্টার মধ্যেই ৫ জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে মিলবে স্বস্তি?

যে জেলাগুলি বেশি প্রভাবিত হতে পারে (District-wise Rain Alert)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), হুগলি (Hooghly), এবং দুই ২৪ পরগনা (North & South 24 Parganas) সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও (Kolkata) শনিবার থেকে রবিবারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Scattered Rain) ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। তবে মূলত উপকূলবর্তী জেলাগুলিতেই (Coastal Areas) ঝুঁকি বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।

তাপমাত্রা কমলেও চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি (Temperature Drop & Rain Concern)

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। বৃষ্টির সম্ভাবনায় অনেকেই স্বস্তি পেলেও, নিম্নচাপ গভীর হলে পরিস্থিতি জটিল হতে পারে। আবহাওয়া দফতরের তরফে পরামর্শ—বিনা প্রয়োজনে বাইরে না বেরোনো, ঘরে থাকার চেষ্টা করা এবং সরকারি সতর্কবার্তা মেনে চলা। মৎস্যজীবীদের জন্যও (Fishermen Alert) বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মূল কথা, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চোখ-কান খোলা রাখতে হবে।

Read More: সস্তায় মিলবে Starlink ইন্টারনেট? ভারতে Starlink সেট-আপ করতে কত খরচ পড়বে? জেনে নিন