Abir Chatterjee: টলিউড ইন্ডাস্ট্রিতে একজন জনপ্রিয় অভিনেতা হলেন আবির চট্টোপাধ্যায়। বর্তমান সময়ে টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে তার নাম উঠে আসে। বহুদিন বাদে আবার আবির কে একটি রোমান্টিক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন আবির। বেশিরভাগ সময় তাকে আমরা ব্যোমকেশ চরিত্রে পর্দায় দেখে এসেছি।
তবে এবারে দীর্ঘদিন বাদেই তাকে রোমান্টিক চরিত্রে দেখা যাচ্ছে। বাবলি ছবিতে আবিরের লুক বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। ইতিমধ্যেই অসংখ্য মানুষ ছবিটি দেখেছেন এবং ছবির প্রশংসাও করেছেন। ছবিতে আবির শুভশ্রীর জুটি যেন একদম বাবলি গল্পটিকেই তুলে ধরেছে।
সম্প্রতি 15ই আগস্ট এ মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস ‘বাবলি’। এই গল্প পর্দাতে ফুটিয়ে তুলেছে শুভশ্রী এবং আবির। দশ বছর পরে রাজ চক্রবর্তীর সঙ্গে আবার কাজ করলেন আবির। ছবির প্রচারেই আবিরকে এই সময়ের উত্তম কুমার বলে বসেন পরিচালক রাজ চক্রবর্তী। পরিচালক জানান, “আমার কাছে আবিরই এই সময়ের উত্তম কুমার। এটা আমি সবসময়ই বলি। আবিরের গালের ওই কাটা দাগ, ওর ব্যক্তিত্ব, সবটা মিলিয়ে এই সময়ের উত্তম কুমার হিসাবে আবির সেরা এবং আমি ওকেও বলি এই কথা।”
রাজের কাছ থেকে এত বড় একটা সম্মান পাওয়ার পর ‘বাবলি’র সাংবাদিক সম্মেলনে আবির জানান, “আমার মনে হয় উত্তম কুমার একজনই। তবে রাজের অভিনয় দেখে একটাই কথা বলতে পারি, আগে আমার রাজের অভিনয় যতটা ভাল লাগতো, যত দিন যাচ্ছে একজন অভিনেতা হিসেবে ওর অভিনয়ের প্রতি আমার ভাললাগা আরও বাড়ছে।”
আরও পড়ুন: Madhumita Sarcar: “আবেগের বশে ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করুন” ক্ষমা চাইলেন মধুমিতা