RG Kar Case: আরজিকর কাণ্ডে এখন তোলপাড় গোটা দেশ। কলকাতা পুলিশের তদন্তে গাফিলতি দেখার কারণে CBI তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ। পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, CBI তদন্তের নির্দেশ। কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট, CBI নির্দেশ।
চিকিৎসকের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদে সারা দেশ রাস্তায় নেমেছে। প্রতিদিনই হচ্ছে মিছিল, সমাবেশ। সাধারণ মানুষ যেখানে প্রতিদিনই প্রতিবাদ করতে নামছে সেখানে দাঁড়িয়ে সেলিব্রেটিরা টু শব্দ করছে না। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু গত ১৪ই আগস্ট মেয়েদের রাত দখলের ডাকে দেখা গিয়েছে শুভশ্রী, মিমি সহ আরও অনেকে। এরই মাঝে বড় ঘোষণা করলেন অভিনেত্রী শুভশ্রী এবং অভিনেতা আবির।
গত ১৫ই অগাস্টের দিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়ের ছবি বাবলি মুক্তি পেয়েছে। যার পরের দিন বিশেষ প্রিমিয়ারের ব্যবস্থা করেছিলেন তাঁরা। তবে এবার সেই কাজ থেকে বিরত থাকল প্রযোজনা সংস্থা। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, ছবির বিশেষ প্রিমিয়ার বাতিল করা হচ্ছে। ছবি প্রেক্ষাগৃহে চলছে, যদি কেউ মনে করে, পছন্দ হয়, তবে যেন ছবিটি তাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন। বাবলি হলো জনপ্রিয় লেখক বুদ্ধদেব গুহ- এর লেখা অন্যতম একটি উপন্যাস। যা পাঠকদের মাঝে ব্যাপক জনপ্রিয়।
ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘বর্তমান অস্থির ও অনভিপ্রেত পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম বাবলি-র তরফে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালের স্পেশাল স্ক্রিনিং বন্ধ থাকছে। আমরা ছবির সবরকমের প্রচার থেকেও দূরে থেকেছি। তবুও যাঁরা ছবি দেখতে আসছেন তাঁদের ধন্যবাদ জানাই। টিম ‘বাবলি’ নারী স্বাধীনতা ও মর্যাদার কথা বলে।’
আরও পড়ুন: Today’s Gold Rate: সপ্তাহের শেষে আজ শনিবার বাজারে কেমন রয়েছে সোনা রুপোর মূল্য, চলুন জেনে নেওয়া যাক